সিলেট

বিশ্বনাথের রাজনীতি: পথ খুঁজছেন সুহেল, লিলুর পক্ষে বিএনপি

ওয়েছ খছরুঃ পথ খুঁজছেন সুহেল চৌধুরী। তাকে নিয়ে বিএনপিতে অস্বস্তি। এ কারণে আওয়ামী লীগের ছায়াতলে আশ্রয় নেয়ার জল্পনা শুরু হয়েছে তাকে ঘিরে। ইতিমধ্যে বিশ্বনাথ আওয়ামী লীগের নেতা মুহিবুর রহমানের সঙ্গে তার বৈঠক হয়েছে। এ বৈঠকের পর জল্পনার ডালপালা মেলছে। বিশ্বনাথ উপজেলার সাবেক চেয়ারম্যান সোহেল চৌধুরী (সুহেল)। এক সময় বিএনপির কর্তৃত্বও ছিল তার হাতে। ইলিয়াস আলী গুমের পর সুহেলকে কেন্দ্র করে রাজনীতি আবর্তিত হয়েছে।

কিন্তু একটি ঘটনা পাল্টে দিয়েছে সবকিছু। বিএনপির ভেতরে এখন তাকে নিয়ে ক্ষোভের অন্ত নেই। সুহেলের হাতে আক্রান্ত হয়েছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক একাধিকবারের চেয়ারম্যান লিলু মিয়া।

এ ঘটনার পর লিলু মিয়ার পক্ষে বিএনপির নেতারা ঐক্যবদ্ধ হয়েছেন। শুধু যে বিএনপি তা নয়, বিশ্বনাথের রাজনীতিবিদরা এ ঘটনায় ক্ষুব্ধ। উপজেলা বিএনপির নেতারা জানিয়েছেন, লিলু মিয়া সাবেক চেয়ারম্যান, সালিশ ব্যক্তিত্ব। তার সঙ্গে সবার সম্পর্ক রয়েছে। সুহেলের সঙ্গেও লিলুর ভালো সম্পর্ক ছিল। রাজনীতির কারণে নানা ঘটনায় দু’জনের মধ্যে সম্পর্কের ছেদ ঘটে। কিন্তু রাজনীতির মারপ্যাচের ঘটনায় জুতাপেটা করার ঘটনা বিশ্বনাথের রাজনীতিতে বিরল। এজন্য লিলুকে হেনস্থার বিষয়টি মেনে নিতে পারছে না বিশ্বনাথসহ সিলেট বিএনপির নেতারা।

এ কারণে গত মঙ্গলবার বিশ্বনাথে শোডাউন করেছে বিএনপি। হেনস্তার শিকার হওয়া বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়াকে সঙ্গে নিয়ে বিএনপি পৌর শহরে শোডাউন করেছে। গেল কয়েক বছরের মধ্যে এ ধরনের শোডাউন করতে পারেনি বিএনপি। আর এই শোডাউনে এসে যুক্ত হয়েছিলেন বিএনপির সিনিয়র নেতারাও। নেতারা জানিয়েছেন, লিলু আক্রান্ত হওয়ার পর বিশ্বনাথের বিএনপিতে সুহেল চৌধুরীর বিদায় ঘণ্টা বেজে গেছে। দলের সিদ্বান্ত না মেনে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ায় অনেক আগেই দল থেকে বহিষ্কার হয়েছিলেন। এরপর থেকে আর ফিরতে পারেননি। ইলিয়াস পরিবারের সঙ্গেও দূরত্ব হয়েছে। ফলে এবারের ঘটনার পর থেকে সুহেলের জন্য বিএনপির দরোজা বন্ধ হয়ে গেছে। আর পৌর শহরে শোডাউনের পর উজ্জীবিত হয়েছে বিএনপিও। তবে- ক্ষমতা হারানো, পদ হারানো সুহেল এখন নতুন করে পথ খুঁজছেন।

স্থানীয় নেতারা জানিয়েছেন, গত শুক্রবার দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটান সুহেল। লিলু মিয়াকে হেনস্তার পর তিনিও তার অবস্থান জানান দিতে রাজনীতি করছেন। উপজেলা চেয়ারম্যান হওয়ার পর থেকে আওয়ামী লীগের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয় সুহেলের। সেই সম্পর্ক এখনো বিদ্যমান। দুই অংশে বিভক্ত বিশ্বনাথের আওয়ামী লীগ। মূল অংশটি রয়েছে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে। আর অপর অংশটি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে। লিলুর ঘটনার পর আনোয়ারুজ্জামান চৌধুরী বলয়ের নেতারা সুহেলকে কাছে টানতে সক্রিয় হয়ে উঠেছেন। ইতিমধ্যে বিশ্বনাথে আনোয়ারুজ্জামান অংশের সিনিয়র নেতা মুহিবুর রহমানের সঙ্গে সুহেল আহমদ চৌধুরীর বৈঠক হয়েছে। ওই বৈঠকের ছবিও ভাইরাল হয়েছে। বৈঠকের পর নতুন করে আলোচনায় এসেছে দলবদলের জল্পনা।

তার ঘনিষ্টজনরা জানিয়েছেন, সুহেল চৌধুরী সাবেক উপজেলা চেয়ারম্যান হওয়ায় বিশ্বনাথের রাজনীতিতে তার অবস্থান রয়েছে। আর এই অবস্থান জানান দিতে দল পরিবর্তন করতে পারেন তিনি। এ ক্ষেত্রে তিনি এখন তার ঘনিষ্টজনদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। তাদের পরামর্শ ইতিবাচক হলে তিনি তরী ভেড়াতে পারেন আওয়ামী লীগে। তবে- বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক একাধিকবারের উপজেলা চেয়ারম্যান ও সিনিয়র আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান জানিয়েছেন, সুহেল চৌধুরীর ঘটনার পর এলাকার মানুষের আমন্ত্রণে তিনি গিয়েছেন। সুহেল চৌধুরীসহ অন্যদের কথা হয়েছে। তাকে নিয়ে আলোচনা চলছে। যুক্তরাজ্যে অবস্থান করা নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে কথা হচ্ছে। সার্বিক বিষয় চিন্তাভাবনা করে একটি সিদ্ধান্তে পৌঁছা যাবে বলে জানান তিনি।

এদিকে, লিলু মিয়া আক্রান্ত হওয়ার ঘটনাকে মেনে নিতে পারছে না বিশ্বনাথ বিএনপি। সভাপতি জালাল উদ্দিন জানিয়েছেন- বিশ্বনাথে বিএনপির রাজনীতিতে এ ধরনের ঘটনা আগে ঘটেনি। এ ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যাচ্ছে না। এ কারণে বিশ্বনাথ বিএনপির নেতারা লিলু মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া জানিয়েছেন, তিনি লাঞ্ছিত হওয়ার ঘটনার পর আইনি লড়াই চালাচ্ছেন। তার সঙ্গে যা কিছু ঘটেছে তিনি আইনিভাবেই এর বিচার চান। এ কারণে আইসিটি আইনসহ দুটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

Back to top button