সিলেট

সিলেটে আর্কেডিয়া শপিং কমপ্লেক্সের পার্কিংয়ে আগুন

নিউজ ডেস্কঃ  সিলেট নগরের দর্শন দেউরী এলাকার আর্কেডিয়া শপিং কমপ্লেক্সের পার্কিংয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর দেড়টার শপিং কমপ্লেক্সটির আন্ডারগ্রাউন্ডে পার্কিং করে করে রাখা একটি গাড়ির থেকে এই আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় জানান, পার্কিংয়ের গাড়িতে আগুন ও ধোয়া দেখতে পেরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সিলেটের কন্ট্রোলরুম থেকে আগুন লাগার সত্যতা নিশ্চিত করা হয়।

কন্ট্রোলরুমের কর্তব্যরত কর্মকর্তা  জানান, বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তারা আসলে বিস্তারিত জানা যাবে।

 

Back to top button