সিলেট

সিলেট নগরীর এক ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর পূর্ব দরগাহ গেইটে ‘বেবি গার্ডেন’ নামের শিশুপণ্যের একটি দোকানে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৫ এপ্রিল) ভোর ৫টার দিকে ঘটনা ঘটে। আগুনে ১ কোটি ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক আখতার চৌধুরী রুবেল।

জানা যায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে নগরীর পূর্ব দরগাহ গেইটের ‘বেবি গার্ডেন’ নামক এই দোকানের আইপিএস থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে পুরো দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিাসের একাধিক টিম এসে প্রায় ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষণে দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

বেবি গার্ডেন’র ম্যানেজার মো. শাহরিয়ার গণমাধ্যমে জানান, আগুন প্রথমে নিরাপত্তাকর্মীর নজরে আসে। পরে দোকানের উপরে থাকা স্টাফদের ডেকে বিষয়টি জানান নিরাপত্তাকর্মী। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিলে একাধিক টিম এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এর আগেই দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। দোকানটিতে শিশুদের কাপড় ও খাদ্যপণ্যসহ বিভিন্ন জিনিস ছিলো বলে জানান শাহরিয়ার।

Back to top button