
টাইমস ডেস্কঃ সিলেটের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে। পূর্ব সিলেটের অন্যতম যোগাযোগ পথ সিলেট জকিগঞ্জ রোড ৬ লেন ও ৪ লেনে উন্নীত হচ্ছে। এ সড়কপথ নির্মিত হলে অত্র অঞ্চলের জীবনযাত্রায় নবদিগন্তের সুচনা হবে। শিক্ষা ক্ষেত্রে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করায় আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। বিনামূল্যে বই বিতরণ ছিল এক বিরাট চ্যালেঞ্জ, প্রতি বছরের ১ জানুয়ারী দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একসাথে বই বিতরণ করা হচ্ছে। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে আমরা এ চ্যালেঞ্জে সফল হয়েছি।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি গোলাপগঞ্জের রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বুধবার সকাল ১১টায় রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪তলা বিশিষ্ট ভবন ও নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করা হয়।
রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবির, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগ নেতা আব্বাস উদ্দিন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান তমজ্জুল আলী তোতা মিয়া, জেলা আওয়ামীলীগ সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহিউদ্দিন চৌধুরী জাকারিয়া।
এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমী ও স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সুজিত তালুকদার, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিত কুমার পাল, প্রাক্তন শিক্ষক আব্দুল মুকিত, পরিচালনা কমিটির সদস্য শামছুল ইসলাম, আইনুল ইসলাম রেকল, মাওলানা আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জিল্লুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ জিলু, আলিম উদ্দিন বাবলু, নাজিম উদ্দিন লস্কর, হোসেন আহমদ, আবুল কাশেম শেবুল, কামাল আহমদ প্রমুখ।