সাংবাদিক, গল্পকার মুক্তিযোদ্ধা আব্দুল মালীক ফারুক আর নেই , রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বিয়ানীবাজারঃ বিয়ানীবাজারের প্রবীন সাংবাদিক, গল্পকার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালীক ফারুক সোমবার (২৮ মার্চ) বিকালে সিলেটের একটি হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মঙ্গলবার সকাল ১১টায় বড়দেশ শাহী ঈদগাহ মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকালে তাঁর হৃদযন্ত্রে সমস্যা দেখা দিলে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, ভাই, ভাইপো, ভাইজিসহ স্বজন, সাংবাদিক সহকর্মীসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।
জানাযায় শোকাহত হাজারো মানুষের সাথে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, পৌর মেয়র আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর, শিক্ষাবিদ মজির উদ্দিন আনছার, কবি ফজলুল হক, সাংবাদিক খালেদ জাফরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, পৌর আওয়ামী লীগের সহসভাপতি খসরুল হক, পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমাণ্ডের সভাপতি আব্দুল ওয়াদুদ, বিয়ানীবাজার পল্লীবিদ্যুতের সাবেক পরিচালক শফিউর রহমান, বিয়ানীবাজারের সিনিয়র সাংবাদিকবৃন্দ।
জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা আব্দুল মালীক ফারুকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে আবেগ প্রবণ হয়ে পড়েন। তাঁর সহজ সরল জীবন যাপন, লেখক ও সাংভাদিক জীবনের নানা ঘটনার সাথে মুক্তিযুদ্ধকালীন সময়ের স্মৃতি করেন। তাঁর মৃত্যুতে বিয়ানীবাজার সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ সুধীমহলের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। বক্তরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মুক্তিযোদ্ধা আব্দুল মালীক যুদ্ধের স্মৃতি নিয়ে যুদ্ধ যাত্রা একাত্তর নাম গল্পগ্রন্থ এবং শূন্যতার পোড়ো বাশি শিরোনামে উপন্যাস প্রকাশিত হয়েছে। প্রকাশের অপেক্ষা রয়েছে বেশ কয়েকটি পাণ্ডুলিপি।