সিলেটগোয়াইনঘাট

গোয়াইনঘাটে নানাবাড়ি বেড়াতে এসে লাশ হল দুই বোন

টাইমস ডেস্কঃ গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের মরজাত পুর গ্রামে ডোবার পানিতে পড়ে আপনন খালাতো দুই বোনের মৃত্যু হয়েছে।

মৃত শিশুরা হলেন গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের কান্দি গ্রামের আজির উদ্দিনের শিশু কন্যা তানজিনা (৬) একই ইউনিয়নের গোস গ্রামের আলিম উদ্দিনের শিশু কন্যা তাবাসসুম (৫)।

পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া হেলাল জানান, ২৪ মার্চ (বৃহস্পতিবার) ডৌবাড়ী ইউনিয়নের কান্দি গ্রামের আজির উদ্দিনের স্ত্রী শিশু কন্যা তানজিনা এবং একই ইউনিয়নের গোস গ্রামের আলিম উদ্দিনের স্ত্রী শিশু কন্যা তাবাসসুমকে নিয়ে মরজাত পুর গ্রামে তাদের পিতার বাড়ী বেড়াতে আসেন।
শুক্রবার বিকেলে দিকে তানজিনা ও তাবাসসুম মেহেদী পরিধান করেন। ধারণা করা হচ্ছে ওই দুই শিশু বিকাল সাড়ে ৩ টার দিকে নানা আহমদ আলীর বাড়ির সন্নিকটে একটি গর্তে মেহেদী যুক্ত হাত পরিষ্কার করতে পানিতে পড়ে মৃত্যু বরণ করেন। মৃত ওই দুই শিশু কন্যার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম ঘটনাস্থলে একটি পুলিশ টীম প্রেরন করেন।

এদিকে কোমল মতি দুই শিশু কন্যার মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলাল, ইউনিয়ন পরিষদের সদস্য আলিম উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা নাজিম উদ্দীনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Back to top button