কুলাউড়া

কুলাউড়ায় মিষ্টির দোকানে ইয়াবা কারবার!

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় একটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। অভিযানে গ্রেফতার করা হয়েছেন ওই প্রতিষ্ঠানের মালিক বিল্পব ধর ওরফে জয়কে (২৫)।

বুধবার (২৩ মার্চ) উপজেলার টিলাগাঁও ইউনিয়নের টিলাগাঁও বাজারের “মা মিষ্টি হাউস” থেকে ইয়াবাসহ দোকানিকে গ্রেফতার করা হয়।মিষ্টি ব্যবসার আড়ালে ওই প্রতিষ্ঠানে দীঘদিন ধরে ইয়াবা কারবার চলছিল বলে জানিয়েছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নির্দেশনায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই অপু কুমার দাশ গুপ্ত সঙ্গীয় ফোর্স মা মিষ্টি হাউসে ঘরে বিশেষ অভিযান চালিয়ে ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ দোকানের মালিক বিল্পব ধর ওরফে জয়কে (২৫) গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া মাদক কারবারি বিল্পব ধর ওরফে জয় টিলাগাঁও ইউনিয়নের খন্দকারেরগ্রাম এলাকার বিধান ধরের ছেলে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Back to top button