বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে বিপুল ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে ৪০৫ পিস ইয়াবাসহ গৌছ উদ্দিন (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গতকাল বিকেলে মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। সে একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে৷
এসময় তাকে আটকের পর তার দেহ তল্লাশি করে ৪০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় ৷ পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ৷
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় তার বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে জানিয়ে বলেন, আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে৷