বিয়ানীবাজার সংবাদ

ঢাকায় সড়ক দুর্ঘটনায় পঙ্গু হওয়ার পথে বিয়ানীবাজারের তরুণ, সাহায্য কামনা

বিয়ানীবাজারঃ ঢাকায় সড়ক দুর্ঘটনায় পঙ্গ হওয়ার পথে বিয়ানীবাজার সরকারি কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষে ছাত্র ও আইএফআইসি বেসরকারী ব্যাংকে দারোয়ানের চাকুরী জাহেদ আহমদ (২১) এর চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে।

জানা যায়, গেল মঙ্গলবার (১৫ মার্চ) ডিউটি থেকে বাড়িত এসে সন্ধ্যার সময় কাউকে না জানিয়ে কোথাও চলে যায়, রাত যায় সকাল হয় জাহেদ তো ফিরে না, অনেক খুঁজাখুঁজির পর যখন তাকে পাওয়া যাচ্ছে না তখন (১৮ মার্চ) ঢাকা থেকে ফোন আসে অপর পাশ থেকে পুলিশ জানায় জাহেদ আহমদ মারাত্মক সড়ক দূর্ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। প্রচুর রক্তকরণ হওয়ায় কয়েক ব্যাগ রক্ত দিতে হয়েছে। খবর পেয়ে পরিবারের বড় ভাই হোসেন আহমদ ও ছোট বোন তড়িগড়ি করে ঢাকায় যান। সেখানে গিয়ে দেখতে পান তার দু পা ভাঙা ও শরীরে বিভিন্ন জায়গা ক্ষতবিক্ষত বিশেষ করে পায়ে মাংস নাই বললেই চলে। হাসপাতালে বেডে ব্যাথায় কাতরানো অবস্থায় সে কিভাবে কি হয়েছে কিছুই বলতে পারেনি। জাহেদ কিছুটা মানসিক রোগীর আচরণ করে। গত কোরবানীর ঈদের পর এভাবে বাড়ি থেকে চলে যায় এক মাস পর আবার বাড়িতে আসে। সেসময় কোথায় গিয়েছিল সময় কিছু বলেনি সে।

বড় ভাই হোসেন আহমদ টমটম চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছে মারাত্মক দূর্ঘটনা অতি দরিদ্র পরিবারের বাপহারা জাহেদের ভালোমতো খাবারের ব্যবস্থাও নাই চিকিৎসা করবে কি ভাবে। জাহেদের মা কান্না জড়িত কষ্টে ছেলের চিকিৎসার জন্য সবার সহায়তা চেয়েছেন। ডাক্তার বলেছেন দ্রততম সময়ের মধ্যে অপারেশন না করতে পারলে হয়তো পা কাটা হতে পারে।

পঙ্গুত্বের হাত থেকে একটি যুবককে বাঁচিয়ে রাখতে সহযোগিতা কামনা করতেছেন পরিবারের সদস্যরা। সাহায্য পাঠানোর জন্য : জাহেদ আহমদ, পিতা মৃত ইশাদ আলী, গ্রামঃ গড়রবন্দ, ডাকঃ বৈরাগীবাজার, বিয়ানীবাজার সিলেট।
সাহায্যের জন্য যোগাযোগ ০১৭৩০৬৫৭৫৪৪ বিকাশঃ ০১৭৯০৭১৯৩৭১

জাহেদ আহমেদের মা বা বোনের সাথে যোগাযোগের জন্য এই নাম্বার ব্যবহার করুন +880 1790-719371

Back to top button