বিয়ানীবাজার সংবাদ

সৌদি আরবে পাড়ি জমানোর পাঁচ মাসের মাথায় করুণ মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

নিজস্ব প্রতিবেদকঃ নিরব নিস্তব্ধ হয়ে বসে আছেন বড় ভাই৷ চোখের ভাষা বলে দিচ্ছে বুকের ভিতর কতটা ক্ষত বিক্ষত হয়ে আছে। কলিজার টুকরো একমাত্র ছোট ভাইকে হারিয়ে যেনো কান্নাই ভুলে গেছেন তিনি৷ মাত্র মাস পাঁচেক আগে একটু উন্নত জীবনের স্বপ্ন বুকে নিয়ে মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন মাত্র ২২ বছর বয়সী তরুণ মাজহারুল ইসলাম শুভ। যাওয়ার পর দুই মাস হলো কাজে ধরেছেন। এবার বুঝি স্বপ্ন পূরনের পালা। কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেলো। নিভে গেলো তার জীবন প্রদীপ।

স্বজনরা জানান, গত ১৯ মার্চ রাত ৮ ঘঠিকার দিকে সৌদি আরবের জেদ্দায় সাফারি পাড়া নামক এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন শুভ। এরপর স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে কিং আব্দুল আজিজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীর অবস্থায় আজ সোমবার ভোর ৪ টার সময় সে মৃত্যু বরণ করে।সে বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামের মৃত কটব আলীর ছেলে৷

এদিকে তরুণ শুভর মৃত্যুর খবরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আদরের সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন মা। ভাইকে হারিয়ে নিরব নিষ্প্রাণ বড় ভাই দুলাল আহমদ। পাগলপ্রায় বোনেরা।
মৃত্যুর খবরে তার বাড়িতে ছুটে আসছেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা৷ সবাই বাকরুদ্ধ। কেউই এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না। ছোট বেলা থেকে একসাথে বেড়ে উঠা চাচাতো ভাইয়ের চোখ ছলছল বলে দিচ্ছে শুভর মৃত্যু কতটা আঘাত দিয়ে গেছে তাকে৷

অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন শুভ৷ এলাকার কারো সাথে তার কোন ঝগড়া বিবাদ ছিলো না। তার এমন অকাল প্রয়ানে শোকাহত তার প্রতিবেশী ও এলাকার মানুষ।

বর্তমানে শুভর লাশ হাসপাতালে ফ্রিজিং করে রাখা হয়েছে৷ সৌদি আরবে তার কফিলের সাথে কথা বলে লাশ দেশে আনার চেষ্টা চলছে বলে জানান বড় ভাই দুলাল আহমদ।

Back to top button