সিলেট

সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

টাইমস ডেস্কঃ সিলেট জেলায় মঙ্গলবার ভোর থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার রাতে সিলেটের জেলা প্রশাসকের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে যৌক্তিক দাবী মেনে নেয়ার আশ^াসে ধর্মঘট প্রত্যাহার করেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

সিলেটের জেলা প্রশাসক এম মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পুলিশ প্রশাসন, বিআরটিএ’এর প্রতিনিধি ছাড়াও বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: ময়নুল ইসলাম দৈনিক জালালাবাদকে বলেন, আমরা ৪ দফা দাবীতে মঙ্গলবার সকাল থেকে সিলেট জেলায় পরিবহন শ্রমিক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলাম। জেলা প্রশাসকের আশ^াসে আমরা এই কর্মসূচী স্থগিত করেছি।

তিনি বলেন, আমাদের ৪টি দাবীর মধ্যে তাৎক্ষনিকভাবে ২টি দাবী মেনে নেয়া হয়। আরো ২টি দাবী পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ^াস দেয়া হয়।

বৈঠকের ব্যাপারে বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক সানাউল হক বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবহন শ্রমিকদের সাথে বৈঠকে যোগ দিয়েছি। তাদের কিছু দাবী যৌক্তিক আছে সেটা মেনে নেয়া যেতে পারে। কিন্তু কিছু দাবী আছে আইনের ব্যাপার আর আইন সংশোধন করা স্থানীয় প্রশাসনের কাজ নয়। এছাড়া অন্যান্য দাবীগুলা মেনে নেয়ার আশ^াস দেয়া হয়েছে। জেলা প্রশাসক মহোদয় বি

জেলা প্রশাসক ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহফুজ আফজাল, বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক সানাউল হক, সিলেট জেলা মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ ও সাংগঠনিক সম্পাদক ঝুনু মিয়া, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রুনু মিয়া, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, কোষাধ্যক্ষ আব্দুস শহীদ, সদস্য শাহেদ আহমদ প্রমূখ। সৌজন্যঃ দৈনিকজালালাবাদ

Back to top button