হবিগঞ্জ

হবিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ স্বামী স্ত্রী আটক

নিউজ ডেস্ক- লাখাইয়ে ৫ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই স্বজনগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা নেতৃত্বে উপজেলার স্বজনগ্রাম নৌকা ঘাটে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো : ঝালকাটি জেলার নলচিটি উপজেলার খয়ারচর গ্রামের মৃত আতহার আলী খলিফার ছেলে সহিদ খলিফা (৫৩) ও তার দ্বিতীয় স্ত্রী চম্পা বেগম (৩৪)।

আটকের সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সহিদ ও চম্পা হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে গাড়ী যোগে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি এলাকায় গাঁজা নিয়ে যাওয়ার জন্য আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই স্বজনগ্রাম নৌকা ঘাট এলাকা থেকে গাঁজা সহ তাদের কে আটক করেন। গাঁজার মূল্য আনুমানিক ১লক্ষ টাকা।

লাখাই থানা পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করে।

Back to top button