বিয়ানীবাজারে যুক্তরাষ্ট্র প্রবাসীর সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা, উত্তেজনা

বিশেষ সংবাদদাতা : আদালতের আদেশের পরও নিজ বাড়ীর সড়কের পাশে সীমানা প্রাচীর নির্মাণ করতে পারলেন না এক যুক্তরাষ্ট্র প্রবাসী। প্রতিপক্ষের বাঁধা ও হামলার মুখে এই প্রবাসী প্রাণ ভয়ে কাজ বন্ধ করে নিরাপদে আশ্রয় নেন। ঘটনাটি ঘটেছে রোববার সকালে। এ নিয়ে বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের ঘড়–য়া গ্রামে বিরাজ করছে উত্তেজনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রবাসী ওই পরিবার প্রশাসন ও সমাজের কাছে ন্যায় বিচার দাবী করেছেন।
জানাযায়, বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের ঘড়–য়া গ্রামের বশির উদ্দিন এর পুত্র আমেরিকা প্রবাসী মোস্তাক আহমদ সম্প্রতি দেশে আসেন। তিনি দাবী করেন, তাঁর ও পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থে তাদের নামে রেকর্ডিও ও দখলিয় বাড়ীতে যাতায়াতের সড়কের দু’পাশে স¤প্রতি সীমানা প্রাচীর তৈরীর উদ্যোগ নেন। তাতে প্রতিপক্ষ বাঁধা প্রদান করেন। এ নিয়ে বিশিষ্ট জনের উপস্থিতিতে আপোশ বৈঠক বসলে প্রতিপক্ষের লোকজন বৈঠকে উপস্থিত হয়ে কোন ধরণের কাগজাত প্রদর্শণ করতে না পারায় স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে বিশিষ্ট ব্যক্তিরা প্রতিপক্ষের লোকজনকে দেয়াল নির্মাণে বাঁধা না দেওয়ার অনুরোধ করেন। তাতেও তারা কর্ণপাত না করলে মোস্তাক আহমদ বিষয়টি নিয়ে সিলেটের সহকারী জজ আদালতে সহিদুল ইসলাম শাহিন গংকে বিবাদি করে ১৫/২০২২ইং স্বত্ব মোকদ্দমা দাখিল করেন। আদালত মোস্তাক আহমদের আর্জি শুনে ‘দরখাস্ত নিস্পত্তি না হওয়া পর্যন্ত ভূমির উন্নয়ন কার্যে রাস্তা সীমানা দেওয়াল নির্মাণ করা হতে বা অন্য কোন ভাবে বাদি পক্ষকে শান্তিপূর্ণ ভোগ দখলে বাধাবিঘ্ন সৃষ্টি করতে বা নালিশা ভূমির কোন প্রকার পরিবর্তন—পরিবর্ধন করতে না পারে’ তদর্মে বিবাদিগণকে অন্তবতীর্ নিষেধাজ্ঞার আদেশ দেন।
এদিকে গতকাল রোববার সকালে আদালতের আদেশ বলে মোস্তাক আহমদ তার দখলীয় ও রেকডিংয় ভূমিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাতে বাঁধা প্রদান করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মোস্তাক আহমদের পক্ষের এক ব্যক্তি আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুর উদ্দিন জানান, মোস্তাক আহমদের সকল কাগজপত্র সঠিক রয়েছে। তার কাজের বাঁধা প্রদান করা ঠিক হয়নি।
এদিকে মোস্তাক আহমদ এর প্রতিপক্ষ তুহিন এর সাথে এ বিষয়ে কথা বলতে চাইলে তিনি মিডিয়ার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আইন শৃঙ্খলা অবনতির আশংকায় ঘড়–য়া গ্রামে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।