সিলেট

সিলেট জেলা বিএনপির সম্মেলন স্থগিত

নিউজ ডেস্কঃ সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা ছিল সোমবার (২১ মার্চ)। তবে ঠিক একদিন আগে হঠাৎ করেই সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে।

কেন্দ্র থেকে রোববার (২০) দুপুরে মৌখিকভাবে সম্মেলন স্থগিতের কথা জানানো হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতারা। স্থগিতের সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি বলেও জানান তারা।

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, আজকে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন ফোনে আমাকে সম্মেলন স্থগিতের কথা জানিয়েছেন। তবে এ ব্যাপারে লিখিত নির্দেশনা এখনও পাইনি।

প্রায় ৬ বছর পর আয়োজন করা হয়েছিল সিলেট জেলা বিএনপির সম্মেলন। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছিল ব্যাপক উৎসাহ।

সোমবার সকালে নগরের আলিয়া মাদরাসা মাঠে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসল আলমগীরের। এরই মধ্যে সম্মেলনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আলিয়া মাদ্রাসা মাঠে চলছে মঞ্চ নির্মাণ কাজ।

সম্মেলন শেষে কাউন্সিল হওয়ার কথা ছিল। এতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনেরও প্রস্তুতি নেয়া হয়েছিল। এই ৩ পদে ১৩ জন নেতা প্রার্থী হয়েছিলেন। প্রায় ১ হাজার ৮০০ কাউন্সিলর ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতেন।

কাউন্সিলের জন্য কাউন্সিলরদের মধ্যে কার্ডও বিতরণ করা হয়েছে জানিয়ে জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এটিএম ফয়েজ বলেন, আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। তবে হঠাৎ করেই সম্মেলন স্থগিত করা হলো। কেনো স্থগিত করা হলো তা এখনও আমি জানি না। সরকারের চাপও থাকতে পারে।

তবে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমেদ জানান, সম্মেলনের এক সপ্তাহ আগে ভোটার তালিকা জমা দিতে হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ভোটার তালিকা না পাওয়ায় কেন্দ্রীয় কমিটি সম্মেলন স্থগিত করেছে।

সম্মেলনের পরবর্তী তারিখ এখনও নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।

Back to top button