বিয়ানীবাজারে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত তালহার অবস্থা সংকটাপন্ন, ঢাকায় প্রেরণ।

নিজস্ব প্রতিবেদক ঃ বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দু পক্ষের সংঘর্ষের ঘটনা প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত আবু নাসের তালহা (১৮) এর অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।অপর দিকে আহত রেজাউল ইসলাম (১৮) চিকিৎসাধীন অবস্থায় আছেন। জানা যায়, বৃহস্পতিবার সকালে বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে জাতীয় শিশু দিবস উদযাপনের প্রাক্কালে উভয় পক্ষের কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
এদিকে আহত তালহার বাবা আবু তাহের মোবাইল ফোনে প্রতিবেদককে জানান, তালহার অবস্থা সংকটাপন্ন আমরা থাকি নিয়ে ঢাকায় যাচ্ছি এখন গাড়িতে আছি। আহত তালহার প্রচুর ররক্তক্ষরণ হচ্ছে।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মেহেদী হাসান সুমন বলেন,সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারিকে চিহ্নিত করা হয়েছে, তাকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।