বিয়ানীবাজারে উপজেলা বিএনপির কাউন্সিল পন্ড, পকেট কমিটি গঠন চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার উপজেলা বিএনপির পূর্ব নির্ধারিত কাউন্সিল পন্ড হয়ে গেছে। তবে কাউন্সিল পন্ডের কারন পুলিশী বাধার কথা বললেও বিএনপির আরেক গ্রুপের দাবী ভিন্ন কারনে পকেট কমিটি করতে জেলায় নেয়া হয়েছে কাউন্সিল। তাদের দাবী সিলেটে কাউন্সিল না করে পকেট কমিটি ঘোষণার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন জেলা বিএনপির দায়িত্বশীলরা।
বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হোসেন পুতুল বলেন, বৃহস্পতিবার কাউন্সিলের তারিখ ঘোষণা করে জেলা বিএনপি। মাত্র কয়েকঘন্টার নোটিশে নামমাত্র কাউন্সিল করার বিষয়টি সকল কাউন্সিলারদের জানানো হয়নি। এমনকি প্রার্থী কারা তাও জানা যায়নি। এরপরও কাউন্সিলারদের একত্রে জড়ো করে প্রস্তুতি নিতে থাকি। তার অভিযোগ, আহ্বায়কের তথ্য পৌর শহরের দুটি কাউন্সিলস্থলে গিয়ে কাউন্সিলের কোনো অস্থিত্ব খুজে পাওয়া যায়নি, যা অত্যন্ত দুরভিসন্ধিমুলক। তবে জেলায় হা – না ভোটের মাধ্যমে কিছুসংখ্যক মনগড়া কাউন্সিলর নিয়ে কমিটির চেষ্টা করছে জেলা বিএনপি যা বিএনপির মতো দলের জন্য বিপদজনক।
উপজেলা বিএনপি নেতা সরওয়ার হোসেন জানান, প্রশাসনের বাঁধার কারণে বিয়ানীবাজারে কাউন্সিল করা সম্ভব হয়নি। বিধায় কাউন্সিলার-প্রার্থীদের জেলায় ডেকে নেয়া হচ্ছে।
এব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক নজরুল খানের মুঠোফোনে কল দিলে তাকে পাওয়া যায়নি।
বিএনপির বিভিন্ন দলীয় সূত্রে জানা যায়, উপজেলায় সভাপতি পদে নজমুল হোসেন পুতুল, আব্দুস সবুর, আখতার হোসেন খান জাহেদ ও এডভোকেট আহমদ রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক পদে সরওয়ার হোসেন ও সিদ্দিক আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ও আতাউর রহমান প্রতিদ্বন্ধিতায় ছিলেন।
বিএনপি কাউন্সিলে প্রশাসনের বাধার অভিযোগ করলেও বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, নিজেদের কোন্দলের কারণে বিএনপি বিয়ানীবাজারে কাউন্সিল করতে পারেনি।