মুহিতকে ‘গুণীশ্রেষ্ঠ সম্মাননা’ দেবে সিসিক

নিউজ ডেস্কঃ সাবেক অর্থমন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিতকে সম্মাননা প্রদান করবে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
মুহিতের আজীবন সুকীর্তির স্বীকৃতি স্বরূপ তাকে ‘গুণীশ্রেষ্ঠ সম্মাননা’ প্রদান করা হবে। বুধবার সন্ধ্যা ৭টায় সুরমা নদীর তীরের চাঁদনীঘাটে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সিলেট সিটি করেপারেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, আবুল মাল মুহিত বাংলাদেশের একজন আলোকিত ব্যক্তিত্ব। একজন রাষ্ট্রচিন্তক, সফল অর্থমন্ত্রী হিসেবে তিনি দেশের অগ্রযাত্রায় বিপুল অবদান রেখেছেন। তার অবদানের স্বীকৃতি স্বরূপই এই সম্মাননা প্রদান করবে সিটি করপোরেশন।
এই অনুষ্ঠানে সকলের উপস্থিত কামনা করেছেন মেয়র।
৮৬ বছর বয়সী মুহিত বর্তমানে অবসর জীবনযাপন করছেন। কিছুদিন ধরে শারিরীক অসুস্থতায়ও ভুগছেন তিনি। সম্প্রতি হাসপাতালেও ভর্তি হতে হয় তাকে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে প্রায় দুই বছর পর সোমবার সিলেট আসেন সিলেট-১ আসনের সাবেক এই সাংসদ।