হবিগঞ্জ

হবিগঞ্জে নেশার টাকা না পেয়ে বাবা-মাকে মারধর

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর করেছে জাহাঙ্গীর মিয়া নামে এক যুবক। বাবা-মাকে মারধর করার অভিযোগে ঐ যুবককে ১৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

জাহাঙ্গীর মিয়া নবীগঞ্জ সদর ইউপির দত্তগ্রামের গ্রামের মাফু মিয়ার ছেলে।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের জাহাঙ্গীর মিয়া প্রায়ই নেশা করার টাকার জন্য বাবা-মাকে মারধর করে আসছিল। সোমবার আবারো বাবা-মাকে মারধর করে জাহাঙ্গীর। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাহাঙ্গীর মিয়াকে আটক করে।

পরে মোবাইল কোর্ট পরিচালনা করা হলে বাবা-মাকে মারধরের দায় স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাহাঙ্গীরকে ১ বছর ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।

Back to top button