হবিগঞ্জ

হবিগঞ্জে ৬ মাসের সাজা থেকে বাঁচতে ১৮ বছর ফেরারি!

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে লিটন সাঁওতাল (৪২) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড থেকে বাঁচতে ১৮ বছর পলাতক ছিলেন তিনি।
রোববার (১৩ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৯ জানায়, ২০০৪ সালে বন ও পরিবেশ আইন অমান্য করায় চুনারুঘাট উপজেলার ফুলছড়ি বস্তি এলাকার বাসিন্দা জুনু সাঁওতালের ছেলে লিটন সাঁওতালের বিরুদ্ধে মামলা করা হয়। পরে সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হলে হবিগঞ্জের বন বিচার আদালত-১ লিটন সাঁওতালকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর আত্মগোপনে চলে যান লিটন। দীর্ঘ ১৮ বছর পলাতক থাকার পরও শেষরক্ষা হয়নি। তার অবস্থানের সন্ধান পায় র‍্যাব। রোববার রাতে র‍্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল চুনারুঘাট উপজেলার আমতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করে। পরে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। সোমবার বিকালে তাকে কারাগারে পাঠানো হয়।

Back to top button