সিলেট

সিলেটে ডিবির হাতে দুই ছিনতাইকারি আটক

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় হাতেনাতে দুই ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয়রা। রবিবার (১৩ মার্চ) বিকালে জিন্দাবাজার কেএফসি রেষ্টুরেন্টের সামনে ছিনতাইকালে তাদেরকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলেন, এয়ারপোর্ট থানাধীন ইউনুস আলীর পুত্র রাকিব হাসান (১৯) এবং জালালাবাদ থানাধীন টুকেরবাজার মৃত আব্দুর রউফের পুত্র মারুফ আহমদ (১৮)।

মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩য় বর্ষের ছাত্র হাবিবুর রহমানকে ঘটনাস্থলে গতিরোধ করে তাদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে হাবিবুর রহমান এর গলায় ধরে তাকে প্রানণাশের হুমকী দিয়ে তার কাছে থাকা মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় তার সুর চিৎকারে ঘটনাস্থলের অদূরেই থাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল হোসেন এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ আরিফুর রহমান, কনস্টেবল/ নূর মোহাম্মদ, কনস্টেবল/ আমিনুল ইসলাম কনস্টেবল/ আশিকুর রহমানদের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম উপস্থিত জনতার সহায়তায় দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেন।

ঘটনাস্থলে উপস্থিত জনতার সম্মুখে গ্রেফতারকৃত ছিনতাইরীদের হেফাজত হতে ০১টি ধারালো চাকু, ০১ টি I Pone-4 ও ০১টি Symphony মোবাইল ফোন জব্দ করেন।

ভিকটিম সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাবিবুর রহমান বাদী হয়ে ছিনতাইকারীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

Back to top button