হবিগঞ্জ

মাধবপুরে প্রবাসীর বসতবাড়ি পুড়ে ছাই, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক- হবিগঞ্জের মাধবপুরে এক প্রবাসীর বসতবাড়ি পুড়ে ছাই ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার (১৩ মার্চ) রাত আনুমানিক রাত ১ টায় উপজেলার আদাঐর ইউনিয়নের আদাঐর গ্রামের মালাকার পাড়ায় এক প্রবাসীর বসতবাড়ি পুড়ে ছাই হয়।

এলাকাবাসী ও গ্রামবাসীর সূত্রে জানা যায়, উপজেলারর আদাঐর ইউনিয়নে ১নং ওয়ার্ড এর মালাকার পাড়ায় ওমান ফেরত এক প্রবাসীর বসতবাড়ি আগুনে পুড়ে যায়। ওমান ফেরত স্বদেব মালাকার জানান, রাতে সবাই ঘুমানোর পর হঠাৎ গভীর রাতে আগুন আগুন শব্দ শুনতে পাই প্রতিবেশিদের। ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়ির রান্না ঘরে আগুন লেগেছে। পরে বাড়ির সব অংশ পুড়ে যায়। আমার ঘরে ছিল স্বর্ণ- অলংকার, নগত ৪০ হাজার টাকা, হাঁস মুরগী, ৮ মণ চাউল, ধান, অনেক পুরাতন তামা কাসা, ৪ টি গরু উদ্ধার করি তাছাড়া অন্য কোন আসবাবপত্র উদ্ধার করতে পারি নাই।

এবিষয়ে আদাঐর ইউনিয়ন চেয়াম্যান মীর খোরশেদ আলম বলেন, আগুন লাগার খবর শুনতে পেয়ে স্বদেব মালাকারের বাড়ি পরিদর্শন করে আসছি এটা খুবই দুঃখজনক। আমি এবিষয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি আমরা আলোচনা করে আর্থিক সহায়তা করার চেষ্টা করতেছি।

Back to top button