সিলেট

সিলেটে তরুনী ঝাপটে ধরলো ছিনতাইকারিকে, অতঃপর

টাইমস ডেস্কঃ সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন দুই তরুণী। এসময় মাঝ রাস্তায় এক তরুণীর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে পালানোর চেষ্টা করে এক ছিনতাইকারী। কিন্তু ছিনতাইকারীটির ভাগ্য সুপ্রসন্ন ছিলো না। তরুণীটি ছিনতাইকারীকে ঝাপটে ধরে পুলিশে সোপর্দ করেছেন।

শনিবার (১২ মার্চ) দুপুরে মোবাইল ছিনতাইকালে ওই ছিনতাইকারীকে আটক করা হয়।

জানা যায়, কোর্ট পয়েন্ট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন দুই বোন। এসময় একজনের হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে আব্দুর রহমান নামের এক ছিনতাইকারী। এসময় ওই তরুণী ছিনতাইকারীকে ঝাপটে ধরে শোরচিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে পথচারী লোকজন ও পুলিশ এসে ছিনতাইকারী আব্দুর রহমানকে আটক করে। আব্দুর রহমান একজন ভাসমান মাদকসেবী ও ছিনতাইকারী। তার বর্তমান ঠিকানা নগরীর কিনব্রিজের নিচে। নেশার টাকা জোগাড় করতেই তিনি চুরি ছিনতাই করেন বলে জানিয়েছে পুলিশ। আব্দুর রহমানের বাবার নাম রিয়াদ আলী।

স্থানীয় ব্যবসায়ী জানান, কোর্ট পয়েন্টসহ বন্দরবাজার এলাকায় প্রায়ই ছিনতাইর ঘটনা ঘটে। রাস্তা পারাপার ও সিএনজি অটোরিকশায় ওঠার সময় ছিনতাইকারীরা মোবাইল ফোন ও নারীদের হাতব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে একটি চক্র এই ছিনতাইর কাজ করে আসছে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, আটককৃত ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আজ বিকেলে আদালতে পাঠানো হয়েছে। ছিনতাই রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Back to top button