বিয়ানীবাজারে ভয়ংকর এক অপরাধীর গল্প

আশফাক জুনেদঃ রাসেল আহমদ (৩০)। বিয়ানীবাজার উপজেলার এক ভয়ংকর অপরাধীর নাম। বিয়ানীবাজারসহ আশপাশের কয়েকটি থানায় রয়েছে তার নামে একাধিক মামলা। ছিনতাই, অপহরণ, চুরি সহ নানা অপরাধের মাষ্টার মাইন্ড হচ্ছেন রাসেল। পকেটে সবসময় নিয়ে ঘুরতেন বিদেশি ছুরি। প্রয়োজন মতো কাজে তা লাগাতেন। সম্প্রতি তাকে গ্রেফতারের পর উঠে আসে তার অপরাধের নানা চিত্র।সে বিয়ানীবাজার উপজেলার নিদনপুর এলাকার মৃত উস্তার আলীর ছেলে। সুযোগ বুঝে অভিনব উপায়ে ছিনতাই, অপহরন, চুরি করা তার পেশা।
গতকাল আজির প্লাজা থেকে জনতা তাকে আটক করে পুলিশে খবর দিয়ে বিয়ানীবাজার থানা পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়৷ তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় দুইটি, জকিগঞ্জ থানায় দুইটি এবং বড়লেখা থানায় একটি চুরি , ছিনতাই ও অপহরণ মামলা রয়েছে।বিগত দিনে বড়লেখায় মোটর সাইকেল চুরির ঘটনায় গণপিটুনি দিয়ে স্থানীয় জনতা তাকে পুলিশের কাছে সোপর্দ করে।পরে আইনের নানা ফাঁক ফোঁকরে বেরিয়ে যায় সে৷
শনিবার সংবাদ সম্মেলন করে রাসেলের অপরাধের বর্ণনা দেয় বিয়ানীবাজার থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ১০ মার্চ বিয়ানীবাজার উপজেলার আব্দুল বারী নামের এক ব্যক্তি বাড়ি থেকে বিকেল সাড়ে ৩ টার দিকে নিজের কর্ম ক্ষেত্র বিয়ানীবাজারে ভিশন শো রুমে ফিরছিলেন । উপজেলার দাসগ্রাম রামকৃষ্ণ রোডে আসার পর রাসেল তার পথ রোধ করে দাঁড়ায়। পরে তার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ও ব্যবহারকৃত স্মার্ট ফোনটি কেড়ে নিয়ে যায়। অসহায় আব্দুল বারী টাকা মোবাইল হারিয়ে বাড়ি ফিরে যান। পর দিন ১১ মার্চ তিনি বিয়ানীবাজার আজির মার্কেটে আসলে সেই ছিনতাইকারীকে দেখতে পান। পরে সাথে থাকা তার সহপাঠী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে রাসেলকে আটক করেন। আটকের পর বিয়ানীবাজার থানা পুলিশকে খবর দিলে বিয়ানীবাজার থানার এস আই যিশু দত্তের নেতৃত্বে এক দল চৌকস পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় তার কাছ থেকে একটি ছুরি ও স্মার্ট ফোন উদ্ধার করে পুলিশ।
তার গল্প এখানেই শেষ নয়৷ ভয়ংকর এই অপরাধী গত ৮ মার্চ পিএইচজি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর আব্দুল ফাহাদ নামের এক শিক্ষার্থীকে জুর করে স্কুলের সামনে থেকে অপহরন করে নিয়ে যায়। অপহরণের পর ওই শিক্ষার্থীকে নির্যাতন করে তার সাথে থাকা মোবাইল ফোন কেড়ে নেয় সে। পরে সুপাতলা রাস্তায় তাকে ছেড়ে দিলে স্থানীয়রা তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
থানা পুলিশ আরও জানায়, রাসেল একজন ভয়াবহ প্রতারক। দামি মোবাইল ফোন কম দামে বিক্রির লোভনীয় প্রস্তাব দিয়ে সিলেটের বিভিন্ন এলাকার ক্রেতাদের নিয়ে আসতো বিয়ানীবাজারে। পরে নির্জন কোন জায়গায় নিয়ে তাদের জিম্মি করে সাথে থাকা সর্বস্ব লুট করে ছেড়ে দিতো। কেউ না দিলে গলায় ছুরি ধরতো সে। ছিনতাইকৃত সেসব মোবাইল ফেইসবুকে একটি বিশেষ গ্রুপের মাধ্যমে তারা মোবাইল বিক্রি করতো।
রাসেলের কাছে ছিনতাই করার কৌশলের শেষ ছিলো না। অভিনব সব কৌশলে ছিনতাই করতো রাসেল। সিএনজি চালিত অটোরিক্সায় উঠে যাত্রী সেজে সুযোগ বুঝে চালকের সর্বস্ব লুট করতো। এই কাজে তাকে তার সহযোগীরা সাহায্য করতো৷ ছিনতাই কাজে তার সাথে থাকা সহযোগীদের নাম উদ্ধারের চেষ্ঠা করছে পুলিশ।
শনিবার দুপুরে রাসেলকে আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ। আদালত রিমান্ড মঞ্জুর করলে সহযোগীদের নাম জানতে জিজ্ঞাসাবাদ করা হবেন এবং এসব অপরাধে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানায় পুলিশ।