হবিগঞ্জ

শায়েস্তাগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৭

হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা- সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উলুকান্দি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ করছে। এদিকে উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে রেখেছে।

জানা যায়, সিলেট গামী যমুনা পরিবহনের একটি বাস ও শ্যামলী পরিবহনের একটি বাস আড়াআড়ি করে যাচ্ছিল। হাইওয়ে রোডের উলুকান্দি নামক স্থানে পৌঁছলে ঢাকা গামী একটি ট্রাকের সাথে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন।

তাৎক্ষনিক তাদের নাম পরিচয় জানা যায়নি। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব।

Back to top button