কুলাউড়ায় চোলাই মদসহ আটক ১

নিউজ ডেস্কঃ কুলাউড়া থানা পুলিশের অভিযানে চোলাই মদসহ রাম ভুজন গোয়ালা (৪৫) নামে এক ব্যবসায়ায়ীকে আটক করা হয়েছে। বুধবার (৯ মার্চ) রাতে উপজেলার ব্রাহ্মণবাজারের শমসেরনগর রাস্তার বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, থানার ওসি বিনয় ভূষণ রায় এর সার্বিক দিকনির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই মো. নাজমুল হাসান সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানা এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর ব্রাহ্মণবাজারের শমসেরনগর রাস্তার বাস কাউন্টারের সামনে থেকে মাদক ব্যবসায়ী রাম ভুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে তল্লাশি করে ২টি কন্টেইনার ভর্তি ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।