বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পেলেন গোল্ডেন এ্যাওয়ার্ড

জুবায়ের আহমদঃ বাহাদুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নান তরফদার পেলেন ড. মোহাম্মদ শহিদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২। গত শনিবার(২৬ ফেব্রুয়ারী) পুরানা ঢাকা নয়াপল্টনে ইকোনোমিক ফোরাম মিলনায়তনে তাকে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মহাসচি এম এইচ আরমান চৌধুরী, বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ আলম চুন্নুসহ আরও অতিথীদের উপস্থিতে তিনি এ গোল্ডেন এ্যাওয়ার্ড গ্রহণ করেন।
শিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নান তরফদার জীবনের বেশীর ভাগ সময় ব্যায় করেছেন শিক্ষকতার পেশায়। এর আগেও পেয়েছেন ক্রীড়া প্রতিযোগীতাসহ নানা কাজে বিশেষ পুরুষ্কার।
১৯৮৩ সালের ১৭ জুলাই বিয়ানীবাজার উপজেলার লাউতা উচ্চ বিদ্যালয়ে জীব বিজ্ঞানের সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন তিনি। সে সময় জীব বিজ্ঞানের পাশাপাশি গনিত ও রসায়ন পাঠদান করাতেন তিনি। শিক্ষার্থীদের কাছেও তিনি সময়ের সাথে হয়ে উঠেন জনপ্রিয় শিক্ষক।
লাউতা উচ্চ বিদ্যালয়ে ৩৭ বছর শিক্ষকতার করার পর সেই বিদ্যাপিঠ ছাড়েন ২০২০ সালে। প্রিয় শিক্ষকের বিদায় শুনে সেদিন অশ্রু ঝড়েছিল লাউতা উচ্চ বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তণ হাজারও শিক্ষার্থীর চোখে। এই ৩৭ বছরে তিনি লাউতা উচ্চ বিদ্যালয়কে দিয়েছেন অনেক গৌরবের কীর্তি।
লাউতা উচ্চ বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করার পর তিনি ছাড়তে পারেন নি শিক্ষকতার পেশা। শিক্ষার্থীদের অমোঘটান তাকে আবারও নিয়ে গেছে আরেকটি বিদ্যাপীঠে। সেই বিদ্যাপীঠ হচ্ছে বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়। ২০২১ সাল থেকে তিনি বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
শিক্ষকতার পেশা গ্রহণ করা এই মহান শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষা দিতে গিয়ে ভুলে গিয়েছিলেন নিজের বিয়ের কথাও। জীবনের পুরো যৌবনে বসেন নি বিয়ের পিঁড়িতে। অবশেষে প্রিয় শিক্ষার্থীদের চাপে কয়েক বছর আগে করেছেন বিয়ে, রয়েছে বাচ্ছাও।
বিয়ানীবাজার টাইমসের সাথে একান্তে আলাপকালে তিনি জানান এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি কখনো বিয়ের পিড়িতে বসবেন না। কিন্তু কেন? সেই উওর মহান এই শিক্ষকের কাছ থেকে পাওয়া যায় নি। হয়তো মনের গহীনে থাকা তীব্র কোন ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল এটি। তবে সমাজ এবং শিক্ষার্থীদের চাপে শেষমেষ তাকে বিয়ে করতে হয়েছিল।
পরিবারে ৪ ভাই এবং ৪ বোনের মধ্যে দ্বিতীয় শিক্ষক আব্দুল মান্নান তরফদার। পরিবারের প্রতি তার যতটা না দায়বদ্ধতা তার থেকে বেশী প্রায়োরিটি তিনি সর্বদা শিক্ষার্থীদেরকে দিয়েছেন বলে জানান। অবশেষে তার এই গোল্ডেন এ্যাওয়ার্ড তার কাছে অহংকারের।
প্রচারবিমুখী এই শিক্ষক এ্যাওয়ার্ড পেয়ে হয়ে উঠেন প্রতিবেদকের সামনে অনেকটা আবেগী। তার দু-চোখ ট্রফি আর এ্যাওয়ার্ড দিকে। এটাই যেন তার জীবনের সেড়া অর্জন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই শিক্ষকতার পেশায় থাকতে চান বলেন জানান তিনি বিয়ানীবাজার টাইমসকে।
এদিকে শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক এ রকম একটি এ্যাওয়ার্ড পেয়েছেন তা দেখে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। জাবের হোসেন নামে একজন প্রাক্তন শিক্ষার্থী জানান স্যার যখন শুনেছি এই এ্যাওয়ার্ড পেয়েছেন খুশিতে চোখে অশ্রু এসেছে।
হাজেরা বেগম নামে আরেক প্রাক্তন শিক্ষার্থী বিয়ানীবাজার টাইমসকে জানান এই পুরুষ্কার স্যারের আরও আগে পাওয়া উচিত ছিল। কেননা স্যার নিজের জীবন, যৌবন সব কিছুই দিয়েছেন এই শিক্ষকতার পেশায়। খুবই ভালো লাগছে স্যারকে অবশেষে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।