কুলাউড়া

কুলাউড়ায় জুমার নামাজে সেজদায় মৃত্যুবরণ করলেন এক মুসল্লি

নিউজ ডেস্ক- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় জুমার নামাজে সেজদারত অবস্থায় এক মুসল্লি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণকারী ব্যক্তির নাম হারুনুর রশীদ হারুন (৭০)। শুক্রবার (৪ মার্চ) উপজেলার রবিরবাজার জামে মসজিদে নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। হারুন রাউৎগাঁও ইউনিয়নের রাউৎগাঁও গ্রামের বাসিন্দা।

নামাজরত অবস্থায় মৃত্যুর বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, রবিরবাজার জামে মসজিদ কমিটির সভাপতি ও সাবেক সাংসদ নওয়াব আলী আব্বাস খান।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের দ্বিতীয় রাকাতের সেজদা দিতে গেলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে মসজিদের মুসল্লিরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Back to top button