কুলাউড়া

কুলাউড়া পুলিশের অভিযানে ছিনতাইকারী আটক: উদ্ধার হলো ছিনতাইকৃত টাকা

নিউজ ডেস্ক- মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে সাথে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত ২০ হাজার টাকা।
উল্লেখ্য যে গতকাল ১ মার্চ বেলা আনুমানিক সকাল সাড়ে ১১ টায় কুলাউড়া শহরের দক্ষিণ বাজারে অবস্থিত আলামিন স্টোরে বিকাশ হতে ২০ হাজার টাকা উত্তোলন করেন অত্র উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের লিয়াকত আলীর স্ত্রী নার্গিস বেগম (৪২)

নার্গিস বেগম টাকা উত্তোলন করেন বাড়ি যাওয়ার পথে কুলাউড়া পৌরসভার দক্ষিণ বাজারে পৌঁছালে কুলাউড়া-মৌলভীবাজার পাকা রাস্তার মোড়ে আলমগীর হোসেন (২৮) সহ অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন ছিনতাইকারী নার্গিস আক্তারকে ভয়-ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ব্যানেটি ব্যাগ হতে ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।

এই সংবাদ কুলাউড়া থানায় পৌঁছালে কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে কুলাউড়া থানার এসআই আব্দুর রহিম জীবান সঙ্গীয় সোর্সসহ অভিযান পরিচালনায় নেমে পড়ে।এবং অভিযানে নেমে ছিনতাইকারী মোঃ আলমগীর হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় দায়িত্বে থাকা পুলিশ ফোর্স এবং সাথে থাকা ছিনতাইকৃত ২০হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি – আলমগীর হোসেন (২৮) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কুমার কাপন গ্রামের মৃত হোসমত মিয়ার ছেলে।
আসামির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কুলাউড়া থানার মামলা নং ০১(০৩)২০২২ রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে
কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন, কুলাউড়া থানা এলাকায় চুরি,ডাকাতি, ছিনতাই প্রতিরোধ ও মাদক নির্মূলে মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের নির্দেশে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Back to top button