বড়লেখা
বড়লেখায় সরকারি জমি থেকে মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের বড়লেখায় সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে রুহুল আমিন মনা নামের এক ব্যাক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে বড়লেখা পৌরসভার পানিধার এলাকায় গোপন সুত্রে খবর পেয়ে বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। এসময় বড়লেখা থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।
বড়লেখা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম জানান, ‘সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে খবর পেয়ে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অনিয়মকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।