বিয়ানীবাজারে বৃহস্পতিবার বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়া যাবে যেভাবে

বিয়ানীবাজারঃ বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ৩ মার্চ বৃহস্পতিবার দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন হবে সকাল ১০টায়। পৌরশহরের বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে। এতে চিকিৎসা সেবার পাশাপাশি ডায়বেটিক নির্ণয়, রক্তের গ্রুপ এবং ইসিজি পরিক্ষা করা যাবে। পরবর্তীতে এ কার্য্যক্রম ইউনিয়ন পর্যায়ে বর্ধিত করা হবে। উপজেলার সকল শ্রেণীপেশার লোকজন চিকিৎসা সহায়তা নিতে পারবেন।
চিকিৎসা সেবা গ্রহন করতে নির্ধারিত তিন জায়গায় রোগীরা অগ্রিম রেজিঃস্ট্রেশন করতে পারবেন। বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিন বাজারস্থ পপুলার ফার্মেসী, নিমতলায় অবস্থিত রহমান ফার্মেসী এবং বারইগ্রাম বাজারে অবস্থিত সৌরভ মেডিকেল হলে অগ্রিম নাম লিপিবদ্ধ করার অনুরোধ করেছেন আয়োজকরা। রেজিঃস্ট্রেশন ছাড়া সরাসরিও বৃহস্পতিবার এসে চিকিৎসাসেবা নেয়া যাবে।
ক্যাম্পে মেডিসিন বিভাগ, সার্জারি বিভাগ, ডায়াবেটিক বিভাগ, গাইনী বিভাগ, কার্ডিওলজি বিভাগ, অর্থোপেডিক্স বিভাগ, নাক, কান, গলা বিভাগ, নিউরোলজি বিভাগ, চক্ষু বিভাগ, নবজাতক শিশু বিভাগ, চর্ম ও যৌন বিভাগ, থাইরয়েড ও হরমোন বিভাগের রোগীরা চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন।
বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় একটি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেন সংগঠনের সদস্যরা। এসময় ট্রাস্টের নেতৃবৃন্দ ফ্রি মেডিকেল ক্যাম্পের বিভিন্ন দিক তোলে ধরেন এবং সকল মহলের সহযোগীতা কামনা করেন।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ট্রাস্টের সাধারণ সম্পাদক দিলোওয়ার হোসেন, সহ-কোষাধ্যক্ষ আবু আহমদ ছরওয়ার, যুব ও ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন, সাবেক কোষাধ্যক্ষ মামুনুর রশিদ। এসময় আরো উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ফয়সল।