কুলাউড়া

কুলাউড়ায় রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা-মাইজগাঁও স্টেশনের মধ্যবর্তী স্থানে রেললাইনের উপর থেকে অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে শুক্রবার ২৫ ফেব্রুয়ারি ভাটেরা-মাইজগাঁও স্টেশনের মধ্যবর্তী মুমিনছড়া চা বাগান সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে সিলেট রেলওয়ে থানা পুলিশ।

সিলেট রেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকালে স্থানীয়রা ৯৯৯ থেকে মাইজগাঁও রেল স্টেশন মাস্টারের কাছে জানান, মুমিনছড়া চা বাগান সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা লাশ পড়ে আছে। বিষয়টি মাইজগাঁও রেল স্টেশন মাস্টার সিলেট রেল থানাকে জানান। পরে রেল থানার একটি পুলিশ দল ঘটনাস্থল ২৯ নং রেল ব্রিজ এলাকা থেকে ক্ষতবিক্ষত পুরুষের লাশটি উদ্ধার করে সিলেট থানায় নিয়ে যায়। ভোর রাতে কোন এক ট্রেনে কাটা পড়ে বলে ধারণা রেল পুলিশের।

সিলেট রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলিম হোসেন শিকদার মোবাইলে বলেন, লাশ ক্ষতবিক্ষত অবস্থায় থাকায় নাম-বয়স তাৎক্ষণিক নিশ্চিত হতে পারিনি। কোন ট্রেনে কাটা পড়েছে সেটাও জানতে পারিনি। সিআইডির ফরেনসিক ইউনিটের একটি টিমকে লাশের আলামত সংগ্রহের জন্য আনা হয়েছে। তারা আলামত সংগ্রহ করে নিয়ে গেছেন। থানায় বর্তমানে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সিআইডির তদন্ত রিপোর্ট পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Back to top button