জুড়ী

জুড়ীতে মুক্তিযুদ্ধের সময়কার অস্ত্র উদ্ধার

মনিরুল ইসলাম, জুড়ী- মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় মুক্তিযুদ্ধের সময়কার একটি এসএমজি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামের ইসহাক আলীর বাড়ি থেকে বৃহস্পতিবার বিকেলে এ অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি (তদন্ত) মো. আবুল কালাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামের ইসহাক আলীর দুই ছেলে ভারত সীমান্তবর্তী থালগাং নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় বালুর মধ্যে অস্ত্রটি দেখতে পেয়ে তারা অস্ত্রটি বাড়িতে নিয়ে গেলেও কাউকে ভয়ে জানায়নি। পরে স্থানীয় গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম খবর পেয়ে জুড়ী থানাকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে জুড়ী থানার এসআই সৈয়দ আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অস্ত্রটি উদ্ধার করেন।
এসআই সৈয়দ আব্দুল মান্নান বলেন, গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে কচুরগুল এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রটি ২৭ ইঞ্চি লম্বা একটি এসএমজি। ধারণা করা হচ্ছে, এসএমজিটি মুক্তিযুদ্ধের সময়কার।
Back to top button