কুলাউড়া

কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক- মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ১৬ লাখ ৫০ হাজার টাকার ৩৩০০ পিছ ইয়াবাসহ রজব আলী (২০) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। সোমবার রাতে কুলাউড়া-রবিরবাজার সড়কের লংলা কলেজ এলাকা থেকে তাঁকে ইয়াবাসহ গ্রেপ্তার করে র্যাব শ্রীমঙ্গল।

পরে তাঁকে কুলাউড়া থানার কাছে হস্তান্তর করে। মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, রজব কর্মধার টাট্টিউলি গ্রামের রমজান আলীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব শ্রীমঙ্গলের একটি টিম অভিযান চালিয়ে ৩৩০০ পিছ ইয়াবা পাচারের সময় আটক করে। কুলাউড়া থানার এস আই আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেন।

Back to top button