মৌলভীবাজার

লাউয়াছড়া বনে ফিরে গেল ‘দেশের সবচেয়ে বড়’ অজগর

নিউজ ডেস্কঃ  মৌলভীবাজারের জাগছড়া চা বাগানে পাওয়া কথিত ‘দেশের সবচেয়ে বড়’ সেই অজগর সাপ অবশেষে বনে ফিরে গেছে। সোমবার দুপুরে বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর উপস্থিতিতে সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।এ সময় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদি সরোয়ারসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লাউয়াছড়া পুঞ্জির নেতা সাজু মার্চিয়াং জানান, ১৩ ফেব্রুয়ারি সাপটিকে প্রথম দেখা যায় জাগছড়া এলাকার লেবু বাগানে। সাপটির একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। যা দেখে গবেষক ও পরিবেশকর্মীদের অনেকেই দাবি করেন, এটি ‘দেশের সবচেয়ে বড়’ অজগর সাপ। সেদিন মোট তিনটি অজগর সাপ উদ্ধার করেছিল বন বিভাগ।

সরীসৃপ গবেষক শাহারিয়ার সিজার বলেন, লাউয়াছড়া বনে আমরা অজগর নিয়ে অনেকদিন কাজ করেছি। দেশের বিভিন্ন জায়গায় প্রাণী নিয়ে কাজ করেছি। কিন্তু এত বড় অজগর দেখিনি।

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, স্থানীয় এক সাংবাদিক ফেসবুকে সাপটির ভিডিও পোস্ট করলে অনেকেই খোঁজ নেন। ১৪ ফুট লম্বা ও ৬০ কেজি ওজনের সাপটি উদ্ধারের পর এর সুস্থতা নিশ্চিত করা হয়। আজ অবমুক্ত করা অন্য দুটি অজগরের ওজন ২০ কেজির মতো।

Back to top button