মৌলভীবাজার

কমলগঞ্জে অর্ধশত বছর ধরে সুবিধা বঞ্চিত তৈলং পল্লীর মানুষেরা

নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা ইসলামপুর ইউনিয়নের রাজকান্দী বনের পূর্ব দিকে বনের ভিতরে আদিবাসী ত্রিপুরা সম্প্রদায়ের একমাত্র পল্লী তৈলংবাড়ি (সুষমানগর) গ্রাম। গ্রামটি বসবাস করে ২২টি পরিবারের প্রায় ২শতাধিক মানুষ।

দীর্ঘ ৫০ বছর ধরে অনেকটা নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। পল্লীটিতে শুধু নেই আর নেই এর র্দীঘ লাইন। এর মধ্যে উল্লেখ যোগ্য নেই এর তালিকায় রয়েছে বিশুদ্ধ পারিয় জল, বিদ্যুত সংযোগ, স্বাস্থ্য সম্মত স্যানেটারী লেট্রিন,মিশু-কিশোরেদের পাঠ গ্রহনের বিদ্যালয়। পল্লীতে যাতায়াতের জন্য চলাচলের আইলের মতো একটি সরু সড়ক। এ যেন একটি ছিটমহল। নাগরিক সুবিধা /সুবিধা থেকে বঞ্চিত পল্লীর বাসিন্দারা মানবেতর জীবন যাপন করেছে ।

উপজেলার ভারত সীমান্তবত্তী ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি বনের পূর্ব দিকের ভিতরেই ছোট একটি গ্রাম তৈলংবাড়্।ী কাগজ কলমে সুষমানগর হলেও এলাকায় সবাই তৈলংবাড়ি নামেই চিনেন। ২০১১ সালের আদমশুমারি হিসাবে গ্রামটিতে ১৮টি পরিবার ও মাত্র ১২০জন ত্রিপুরা নারী পুরুষের বসবাস। গত দশ বছরে বেড়েছে ৪টি পরিবার। বর্তমানে ২২টি পরিবারে লোক সংখ্যা প্রায় ২শতাধিক।

পাহাড়ে পাদদেশে ছোট বড় পাহাড় টিলার উপর বাঁশ, বেত, খড় ও টিনসেড দিয়ে ঘর তৈরি করে আদিবাসী ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষজন বসবাস করে আসছেন। স্বাধীনতার ৫০ বছরেও ত্রিপুরা পল্লীতে লাগেনি উন্নয়নের ছোয়া। এলাকার অন্যান্য নৃগোষ্টি যে ভাবে এগিয়ে গেছে সেই তুলনায় এ ত্রিপুরা পল্লী তেমন অগ্রসর হতে পারেনি। শিক্ষায় দীক্ষায় পিছিয়ে রয়েছে। ত্রিপুরা পল্লীতে বিশুদ্ধ পানির তীব্র সংকট। ২২টি পরিবারের লোকজনরা কুপের পানির উপর নিভর্রশীল। কুপই তাদের একমাত্র ভরসা। সকল কাজে কুপের পানি ব্যবহার করে থাকেন। মাত্র ১টি নলকুপ থাকলেও তাও সমতলে গীর্জায়। ফলে পল্লীর নারী,পুরুষ ও শিশুরা বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত। সেখানে চলাচলের জন্য নেই ভালো কোন রাস্ত। জমির আইলের মতো সরু আইল দিয়ে তাদের চলাচল করতে হয়। যেখানে বিগত ২০ বছরেও এক টুকরি মাটি কেউ দেয়নি। সামান্য বৃষ্টি হলেই আসার যাওয়ার যে রাস্তা আছে সেটি পানিতে নিমজ্জিত থাকে। ফলে বর্ষা মৌসুমে রাস্তাটি জলমগ্ন হয়ে পড়ে। দারিদ্রতার কারনে স্বাস্থ্য সম্মাত স্যানেটারী পায়খানা গড়ে উঠেনি। রিং স্লাব দিয়ে কোন মতে চারপাশে বেড়া দিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে থাকেন বাসিন্দারা।

শুধু তাই নয়, চা বাগানের ভেতর দিয়ে যাওয়ার রাস্তাটিও খানাখন্দে ভরে গেছে। বৃষ্টির দিনে বনের ভিতরে রাস্তাটি চলাচলে অযোগ্য হয়ে পড়ে। পল্লীর লোকজন শুধুমাত্র লেবু ও ধান চাষের উপর নির্ভরশীল। পাহাড়ে পাদদেশে লেবু চাষ করে জীবিকা নির্বাহ করেন। সমতলে ধান চাষ করেন।

পল্লীর নারী প্রতিমা দেব বর্মা জানান, কুপের পানিই তারা ব্যবহার করেন। কুপের পানি শুকিয়ে গেলে অনেক কষ্ট করতে হয়। অনেক সময় রোগবালাই লেগে তাকে। তিনি ক্ষোভের সাথে আরো বলেন, স্থানীয় কোন জনপ্রতিনিধি তাদের পল্লীতে আসেন না। নির্বাচন আসলেই ভোট চাইতে আসেন। শুধুু পানি নয় গ্রামে বিদ্যুতের ও ব্যবস্থা। সরকারী ভাবে সৌর বিদ্যুত প্রদান করলেও এখানে মাত্র ৫টি সৌর বিদ্যুত দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। তাও তিন বছর আগে। বাকী পরিবারগুলো নিজ খরচে সোলার কিনে বাড়িতে লাগিয়েছেন বলে জানান পল্লীর বাসিন্দারা।

তৈলং পল্লীর বাসিন্দা বিসন্দ্র দেব র্বমা ,শুধু কুমার দেব র্বমা জানান, আমাদের সকল ধরনের সমস্যার মধ্য দিয়ে জীবন যাপন করছি। পল্লীতে নারীদের গর্ভকালীন সময়ে চিকিৎসা ও কেউ অসুস্থ্য হলে দোলনায় করে ৩ কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে পাঁকা সড়কে গিয়ে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতে হয়।

আরেক বাসিন্দা রানা দেববর্মা জানান, আমাদের বস্তিতে একটি গীর্জা রয়েছে। এছাড়া ১৯৯০ সনের দিকে জনকল্যান নামের এক সংস্থার পরিচালিত পদ্ম মেঘনা নামে প্রাথমিক স্কুল থাকলেও ২০০২ সালে বন্ধ হয়ে যায়। এখন পল্লীর ছেলে মেয়েরা ৫ কিলোমিটার দুরে পায়ে হেঁটে কলাবন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছে।

তৈলংবাড়ির ত্রিপুরী পল্লীর হেডম্যান করুনা দেববর্মা বলেন, আমরা দীর্ঘ কাল ধরে নানা সমস্যায় ভুগছি। বিশুদ্ধ পানির সংকট রয়েছে। কুপের পানিই আমাদের ভরসা। ক্ষুদ্র নৃগোষ্টি হয়েও সরকারের নানা সুবিধা থেকে আমরা বঞ্চিত।

বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দেববর্মা বলেন, এ পল্লীটির মানুষজন মানববেতর জীবন করছেন। সরকারের সকল ধরনের সুবিধা থেকে বঞ্চিত পল্লীটি। তিনি সরকারের কাছে ত্রিপুরা পল্লীর উন্নয়নে পদক্ষেপ নেয়ার দাবী জানান।

ক্ষুদ্র নৃগোষ্টি নিয়ে কাজ করা গবেষক আহমদ সিরাজ জানান, আমি দেখেছি তাদের দু:খ দুদর্শা। তারা সরকারের নানা সুবিধা থেকে বঞ্চিত। দেশ এগিয়ে গেলেও উন্নয়ন বঞ্চিত পল্লীটি।

স্থানীয় চেয়ারম্যান সুলেমান মিয়া বলেন, নতুন নির্বাচিত হয়েছি। সমস্যাগুলো চিহিুত করে সমাধানের চেষ্টা করবো।

জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন সরকার বলেন, ত্রিপুরা পল্লীর পানির সমস্যা আমার জানা ছিলনা। বিষয়টি দ্রুত দেখছি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, উপজেলার ক্ষুদ্র নৃগোষ্টি সরকারের নানা সুবিধা ভোগ করছে। তবে ত্রিপুরা পল্লীটির সমস্যা কথা জেনেছি। দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হবে।

Back to top button