বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে উপজেলার মোট জনসংখ্যার অর্ধেক গ্রহণ করেছেন ১ম ডোজ টিকা

২৬ ফেব্রুয়ারীর পর আর দেওয়া হবে না টিকার ১ম ডোজ

টাইমস প্রতিবেদকঃ ২৬ ফেব্রুয়ারী শেষ হচ্ছে করোনা প্রতিরোধক টিকার প্রথম ডোজ টিকা প্রয়োগ। আর তাতেই বিয়ানীবাজারে টিকা কেন্দ্র গুলোতে এখন টিকা গ্রহীতাদের উপচে পড়া ভীড়।

ছালেহা আক্তার নামে এক বৃদ্ধা জানান দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি টিকার জন্য। তবে আজকে টিকা গ্রহণ করতে পারেন নি। সময় শেষ হওয়ার কারণে টিকা প্রয়োগ শেষ হয়ে যাওয়ায় তাকে আবার আগামী কাল আসতে হবে টিকা গ্রহণ করার জন্য।

একই কথা জানান আব্দুল্লাহ নামে ষাটর্ধ্ব এক ব্যাক্তি। তার ও দাবী হঠাৎ টিকা প্রয়োগ বন্ধ হওয়ায় তিনি বাদ পড়েছেন আজকে টিকা প্রয়োগ থেকে। আগামী কাল তাকেও আসতে হবে টিকা গ্রহণ করার জন্য।

তবে এদিকে টিকা প্রয়োগকারীরা বলছেন টিকা গ্রহীতাদের উপচে পড়া ভীড়ে বেগ পোহাতে হচ্ছে তাদের। নির্দিষ্ট সময়ের পর ও তারা টিকা প্রয়োগ করছেন। তবে শেষের দিকে অনেকে দেড়ীতে আসায় নির্দিষ্ট সংখ্যাক টিকা গ্রহীতা না থাকার কারণে কয়েকজনকে আগামী কাল এসে টিকা গ্রহণ করতে হবে বলে জানান তিনি।

এদিকে উপজেলা পরিষদের হলরুমেও শিক্ষার্থীদের লম্বা লাইন দেখা যায় টিকা গ্রহণের জন্য। সেখানে শিক্ষার্থীদের দাবী লাইন মেইনটেইনে করা হচ্ছে গাফলতি। শেষে এসে অনেকেই সুযোগ নিয়ে প্রথমেই টিকা গ্রহণ করছেন এমনই অভিযোগ শিক্ষার্থী।

সামিয়া আক্তার নামে একজন শিক্ষার্থী জানান ২ ঘন্টা থেকে তিনি টিকার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। তবে অনেকেই অনেক পড়ে এসেও টিকা গ্রহণ করে চলে আসছে। একই অভিযোগে আরও কয়েকজন শিক্ষার্থীও ক্ষোভ প্রকাশ করেন। তবে শিক্ষার্থীদের বিয়ানীবাজার উপজেলা পরিষদের হলরুমে করোনা প্রতিরোধক ফাইজারের টিকা প্রয়োগ করা হচ্ছে।

বিয়ানীবাজার উপজেলার ২ লক্ষ ৯৯ হাজার ৩০৮ জন জনসংখ্যার মধ্যে এখন পর্যন্ত কেবল অর্ধেক মানুষ গ্রহণ করছেন করোনা প্রতিরোধক টিকার প্রথম ডোজ। তবে ২৬ ফেব্রুয়ারীর মধ্যে প্রত্যেককেই করোনা ভ্যাক্সিনেশনের আওতায় আনা হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন।

তিনি আরও জানান এ ক্ষেত্রে রয়েছে প্রবাসীদের ও সুবিধা। প্রয়োজনীয় কাগজ পত্র দেখালে প্রবাসীদের ও প্রয়োগ করা হচ্ছে মর্ডানা কিংবা ফাইজারের করোনা প্রতিরোধক টিকা।

২৬ ফেব্রুয়ারি সারাদেশে অন্তত ১ কোটি মানুষকে টিকা দিতে একটি বিশেষ প্রচারাভিযান হবে বলে জানা যায়। এরপর থেকে প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ থাকবে।

Back to top button