বড়লেখা

বড়লেখায় দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শণী ‘সোনার বাংলা’ ষাড় সেরা নির্বাচিত

বড়লেখা প্রতিনিধি :বড়লেখা উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এলডিডিপি’র সার্বিক সহযোগিতায় বুধবার দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। বড়লেখা রেলওয়ে যুব সংঘ মাঠে প্রধান অতিথি হিসেবে প্রদর্শণীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। উক্ত প্রদর্শণীতে উপজেলার বিভিন্ন অ লের ডেইরি খামারিরা ৪০টি স্টল খুলেন।

প্রদর্শণীর সমাপনি অনুষ্ঠানে সেরা নির্বাচিত খামারিদের পুরস্কার বিতরণের সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। খামারি সাহাব উদ্দিনের ব্রাহামা ক্রস জাতের ১৮ মন ওজনের ষাড় ‘সোনার বাংলা’ সেরা স্টলে পুরস্কার অর্জন করেছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সার্ভিস প্রোভাইডার রায়হান হোসেনের স ালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, সাংবাদিক আব্দুর রব, জেলা যুবলীগের সহসভাপতি সুমন আহমদ, উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, ডেইরি খামার মালিক সাহাব উদ্দিন, আমির হোসেন । স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদুয়ানুল হক।

Back to top button