মৌলভীবাজার
কমলগঞ্জে বসতঘর আগুনে পুড়ে ছাই

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলে হারানোর ১৩ দিনের মাথায় বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে তিন লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরিবারের মালামাল ও বসতঘর পুড়ে প্রায় ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।জানা যায়, শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল গ্রামের নুরজাহান বেগমের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহযোগিতা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করানো হবে।