জৈন্তাপুরে ফারুক আহমদ আজাদ রচিত নিষ্পাপ হৃদয় গল্প গ্রন্থের মোড়ক উন্মোচন

জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুর উপজেলার কামরাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক আহমদ আজাদ রচিত নিষ্পাপ হৃদয় গল্প গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারী সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাজার মোকাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন নিষ্পাপ হৃদয় গল্প গ্রন্থের লেখক মোহাম্মদ ফারুক আহমদ আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মিফতাহুজ্জামান, মাদার মোকাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, উত্তর মহাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, চাক্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, লামনীগ্রাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক, নিজপাট সরকারী প্রাথমিক বদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফুর রহমান। উপজেলা যুবলীগ নেতা মাসুদ আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম, শিক্ষক মোহাম্মদ জাকারিয়া, জসিম উদ্দিন প্রমুখ।