বড়লেখা

ফেলা হচ্ছে প্লাস্টিকের বর্জ্য ,হুমকির মুখে হাকালুকির পরিবেশ

নিজস্ব প্রতিবেদক, বড়লেখাঃ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মিঠাপানির হাওর হাকালুকি। বহুরূপী হাকালুকির একেক ঋতুতে যেনো একেক রুপ ফুটে উঠে। বর্ষার হাকালুকি শীতে চেনা দায়। বর্ষায় হাকালুকির যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি চোখে পড়বে আর শীতে ঠিক তার উল্টো। শীত মৌসুমে হাওরের পানি শুকিয়ে যায়। তখন হাওরের বুকে গজায় ঘন সবুজ ঘাস৷ বিস্তীর্ণ সবুজে তখন হাকালুকির অন্যরুপ ফোটে উঠে৷

সিলেটের ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার গোলাপগঞ্জ ও মৌলভীবাজারের বড়লেখা জুড়ি ও কুলাউড়া এলাকা জুড়ে হাকালুকির আয়তন। তবে হাওরের বৃহৎ একটি অংশ পড়েছে বড়লেখায়৷

শীত ও বর্ষা দুই মৌসুমেই হাকালুকির বড়লেখা অংশে প্রচুর পর্যটকের আগমন ঘটে। প্রকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা হাকালুকি ভ্রমণে আসেন। হাওরের অপুর্ব নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে মুগ্ধ হন পর্যটকেরা৷ দুর দুরান্ত থেকে পর্যটকেরা হাকালুকি হাওরে আসায় তারা আসার সময় খাবার নিয়ে আসেন৷ আর খাওয়ার পর হাওরে বর্জ্য ফেলার জন্য কোন ব্যবস্থা না থাকায় তারা যত্রতত্র বর্জ্য ফেলেন৷ যার ফলে নষ্ট হচ্ছে হাকালুকি হাওরের পরিবেশ। এতে মারাত্মক প্রভাব পড়ছে হাকালুকির জীববৈচিত্র্যের উপর।

সরেজমিনে হাকালুকি ঘুরে দেখা যায়, হাওরেরর বন বিভাগের বিট অফিসে পাশে, ওয়াচ-টাওয়ার ও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বিরিয়ানির প্যাকেট, পানির বোতল, চিপস, চানাচুর ও সিগারেটের প্যাকেট এবং পলিথিন। এতে হাকালুকির পরিবেশের উপর প্রভাব পড়ছে। নষ্ট হচ্ছে সৌন্দর্য।

এ বিষয়ে হাকালুকি ভ্রমণ করতে আসা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ‘যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হয়েছে এগুলা যদি একটি জায়গায় ফেলা হয় এবং পর্যটক যারা আসেন তারা যদি সচেতন হন তাহলে হাকালুকির পরিবেশটা সুন্দর থাকবে৷ পর্যটকদের এই ফেলে যাওয়া ময়লা আবর্জনা মাছের অভরায়ণ্য নষ্ট করার ক্ষেত্রে বড় ভুমিকা পালন করে।’

সাংবাদিক ও পরিবেশকর্মী রিপন দে বলেন, ‘হাকালুকি হাওর এই এলাকার না শুধু সারাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এই হাওর যত নষ্ট হবে ততই বিপদ বাড়বে পরিবেশের জন্য।আমাদের দেশে পর্যটক বাড়লেও পরিবেশ নিয়ে সচেতনতা বাড়ছেনা। অসচেতন পর্যটকদের সচেতন করা এবং দায়িত্বপ্রাপ্ত কতৃপক্ষের নজরদারি বাড়ানো উচিত। ইতিমধ্যে যে সব প্লাস্টিক আছে তা তুলে নেওয়া উচিত।’

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ‘হাকালুকি হাওরের ডাস্টবিন স্থাপনের পরিকল্পনা আমাদের ছিলো। কিন্তু রাতের বেলা ডাস্টবিন চুরি হতে পারে এমন শংকায় ডাস্টবিন স্থাপনের পরিকল্পনা বাস্তবায়িত হয়নি৷ হাকালুকির পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় শতকোটি টাকা ব্যয়ে দীর্ঘমেয়াদি একটি প্রজেক্ট গ্রহণ করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে হাকালুকির পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা হবে।’

Back to top button