বড়লেখা

দুই ব্যবসায়ির ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়া বড়লেখার তাজের বিরুদ্ধে ওয়ারেন্ট

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের দুই ব্যবসায়ির নিকট থেকে মার্কেট ভাড়া দেওয়ার নামে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়া দক্ষিণভাগ বাজারের কথিত জামাল প্লাজার স্বত্তাধিকারী তাজ উদ্দিনের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। রোববার মৌলভীবাজার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ এক ভুক্তভোগী ব্যবসায়ির প্রতারণা মামলায় তাজ উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। তাজ উদ্দিন বড়লেখার তালতলা গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। গ্রেফতারি পরোয়ানা জারির খবরে তিনি গা ঢাকা দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ বাজারস্থ কাতার প্রবাসী জামাল উদ্দিনের মালিকানাধীন ‘জামাল প্লাজায়’ বসবাস করেন তার ছোটভাই নানা অপকর্মের নায়ক তাজ উদ্দিন। সে ‘জামাল প্লাজা’ নিজের বলে কখনও ভাড়া, সাব-লীজ ও বিক্রয়ের কথা বলে সহজ সরল ব্যবসায়ীদের নিকট থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয়। মৌলভীবাজার সদর উপজেলার করম উল্লাহপুর গ্রামের মৃত আনর মিয়ার ছেলে মো. নওশাদ মিয়া ও হবিগঞ্জের তানজিমকে মাসিক ৬০ হাজার টাকা ভাড়ায় ১২ বছরের জন্য ২০ লাখ টাকা চুক্তিতে ‘জামাল প্লাজা’ ভাড়া দেয় তাজ উদ্দিন। ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর তাজ উদ্দিন চুক্তিনামায় স্বাক্ষর করে নওশাদ ও তানজিমের নিকট থেকে ২০ লাখ টাকা গ্রহণ করে। চুক্তির শর্ত অনুযায়ী টাকা গ্রহণের পরই জামাল প্লাজা বুঝিয়ে দেওয়ার কথা। কিন্ত এ দুই ব্যবসায়ীকে মার্কেটসহ জামাল প্লাজা বুঝিয়ে দিতে তাজ উদ্দিন টালবাহানা শুরু করে। এরমধ্যে অন্য কয়েকজনের সাথে জামাল প্লাজা ভাড়া ও বিক্রির পায়তারা চালালে ভুক্তভোগী নওশাদ ও তানজিম তাজ উদ্দিনের ওপর চাপ প্রয়োগ করেন।

আজ নয় কাল করে প্রায় দেড় বছর তাদেরকে সে ঘুরাতে থাকে। একপর্যায়ে অগ্রিম টাকা গ্রহণ ও চুক্তিপত্রের কথা অস্বীকার করে তাজ উদ্দিন ও তার সহযোগিরা নওশাদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। অবশেষে ভুক্তভোগী নওশাদ তাজ উদ্দিনকে প্রধান আসামী করে গত বছরের ২ ফেব্রুয়ারী মৌলভীবাজার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণা মামলা করেন। এই মামলায় তাজ উদ্দিনের সহযোগী জনৈক মোতাহির মিয়া ও রাহেলা সিদ্দিকাকেও আসামী করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনে প্রেরণ করেন। পিবিআই’র তদন্ত কর্মকর্তা তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করায় আদালত গত ৩০ জানুয়ারী তাজ উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

স্থানীয় সূত্র জানায়, তাজ উদ্দিন আপন বড়ভাই কাতার প্রবাসী জামাল উদ্দিনের দক্ষিণভাগ বাজারস্থ ৩০ শতাংশ ভূমিসহ প্রায় দুই কোটি টাকার সম্পত্তি ‘জামাল প্লাজা’টি জামাল উদ্দিন সেজে ২০১৮ সালে জালিয়াতির মাধ্যমে নিজের নামে রেজিষ্ট্রী করে নেয়। বিল্ডিংয়ে ভাইয়ের নাম পরিবর্তন করে জামাল প্লাজার স্থলে তাজমহল নামকরণ করে। জামাল উদ্দিনের দুই কোটি টাকার বিল্ডিং আত্মসাতের ঘটনা ফাঁস হলে সাবরেজিষ্ট্রের অফিসসহ উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়। পরবর্তীতে এই জাল দলিল দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মার্কেটের কিছু অংশ বিক্রির কথা বলে বায়নামা দলিল করে টাকা-পয়সা হাতিয়ে নিতে থাকে। যারা ক্রয় করার জন্য বায়নার টাকা দিয়েছে তারা দলিল তল্লাশি করতে গিয়ে জানতে পারেন তার নামীয় দলিলটি জাল। হয়রানীর শিকার ভুক্তভোগীদের বিচার সালিশকারী ব্যক্তিদের বিরুদ্ধেও সে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। সমাজের গন্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারক তাজ উদ্দিনের দায়েরি একাধিক মিথ্যা মামলা আদালতে খারিজ হয়েছে।

তাজ উদ্দিন ২০০৮ সালে কাতারে নারীঘটিত কেলেংকারীতে ধরা পড়ে দীর্ঘ হাজত বাসের পর কাতার সরকার কাতারে তাকে নিষিদ্ধ করে দেশে পাঠিয়ে দেয়। এরপরও তাজ উদ্দিন স্বভাবসুলভ প্রতারণা থামাননি। দেশে এসে হরি বাহাদুর তাড়– নামে নেপালী পাসপোর্টে পূণরায় কাতার যায়। অভিযোগ রয়েছে তার একাধিক নামে পাসপোর্ট রয়েছে। বাংলাদেশী শ্রমিকদের নেপালী পাসপোর্টে কাতার নিয়ে কাজ করিয়ে মজুরি চাইলেই পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভাগিয়ে দিত। এর আগে তাজ উদ্দিন কাতার থেকে অবৈধপথে হল্যান্ড যায়। সেখানে অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়ায় হল্যান্ড পুলিশ তাকে গ্রেফতার করে জেলে পাঠায়। সেখান থেকে ইন্টারপুল পুলিশের মাধ্যমে তাকে বাংলাদেশে পাঠিয়ে পুলিশে হস্তান্তর করে। এয়ারপোর্ট পুলিশ তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে। কিন্তু কারাগার থেকে বেরিয়ে পূণরায় প্রতারণা চালিয়ে সহজ সরল মানুষকে পথে বসাচ্ছে। তার বিরুদ্ধে বিভিন্ন আদালতে একাধিক প্রতারণা মামলা চলমান।

এব্যাপারে জানতে তাজ উদ্দিনের মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হয়। কিন্তু ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আদালত পুলিশের জিআরও এএসআই পিযুষ কান্তি দাস একটি প্রতরাণা মামলায় তাজ উদ্দিনের বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারির সত্যতা নিশ্চিত করেছেন।

Back to top button