কানাইঘাট দিঘীরপার ইউপির ৫নং ওয়ার্ডেরনিবার্চনে নাজিম বিজয়ী

কানাইঘাট প্রতিনিধি ঃ গতকাল সোমবার সিলেটের কানাইঘাট দিঘীরপার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারন সদস্য পদের পুনঃ নির্বাচনে (তালা প্রতীক) নিয়ে বিজয়ী হয়েছেন নাজিম উদ্দিন। একতরফা ভাবে অনুষ্ঠিত নিবার্চনে নাজিম উদ্দিন ৬১৪ ভোট পেয়ে বে—সরকারি ভাবে নিবার্চিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী মানিক রায় (টিউবওয়েল প্রতীক) মাত্র ১৪ ভোট পেয়েছেন। জানা যায় ৫ম ধাপের ইউপি নিবার্চনে গত ৫ জানুয়ারি দিঘীরপার ইউনিয়নের নিবার্চন অনুষ্ঠিত হলেও ৫নং ওয়ার্ডের সড়কের বাজার উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে সাধারন সদস্য পদে সবোর্চ্চ সমান সংখ্যক ৪৩০টি করে ভোট পান নাজিম উদ্দিন ও মানিক রায়। যার কারনে পুরুষ সদস্যপদে পুনঃ নির্বাচন
গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। রিটার্নিং কর্মকতার্ এমদাদুল হক জানান ১৮২৫ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ভোট দিয়েছেন ৬৩৮ জন এর মধ্যে নাজিম উদ্দিন তালা প্রতীক নিয়ে ৬১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং ১০টি ভোট বাতিল হয়েছে। নিবার্চনে ৩০% ভোট পড়েছে বলে তিনি জানান।