গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে সেচ্ছাসেবক দলের মিছিল ও সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি: কেন্দ্র ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে অভিনন্দ জানিয়ে সিলেটের গোলাপগঞ্জে আনন্দ মিছিল ও পথসভা করেছে উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দল। সোমবার দুপুরে উপজেলার পৌর শহরের চৌমূহণীতে আনন্দ মিছিলটি পৌর শহরের চৌমূহণী থেকে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণের পর এক পথসভায় মিলিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ হোসেন চৌধুরী সুমন। সদস্য সচিব নাছির আহমদ আবেদের পরিচালনায় বক্তব্য রাখেন শাহিউল আলম চৌধুরী শাহী, কামরান উদ্দিন, সাহেদ আহমদ, নাছির আহমদ আবেদ, জাবেদ আহমদ, কয়েছ আহমদ, ষশরীফ আহমদ, ইমামুল কারম আলম, সমস বআহমদ, জাহাঙ্গীর আলম, রহমত আলী, আরিফ আহমদ, পৌর সভাপতি তাহির আলী, ফয়ছল আহমদ খান, পারভেজ আহমদ, সুমন আহমদ, ওয়েছ আহমদলায়েক আহমদ, কামরুল আহমদ ও আতিক আহমদ প্রমূখ।

বক্তারা গনতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসাবে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি জেলা সেচ্ছাসেবক দলের সংগ্রামী আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, ও সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান কে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

Back to top button