জৈন্তা

নিজপাট ইউনিয়নে নৌকার ভরাডুবি, স্বতন্ত্রের জয়

জৈন্তাপুর প্রতিনিধি-সপ্তম ধাপে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে মূল লড়াইয়ের দ্বার প্রান্তেও নেই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী। নির্বাচনে ৮ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। তার মধ্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মোঃ ইন্তাজ আলী বিজয়ী হয়েছেন।

সোমবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত একটানা নিজপাট ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১ নাম্বার নিজপাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইন্তাজ আলী (মোটরসাইকেল) ৬ হাজার ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালিক পাখি (চশমা) ৪ হাজার ১শত ২১ ভোট পেয়ে পরাজিত হন। অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী মোঃ নাজিম উদ্দিন (ঘোড়া) ৩ হাজার ১শত ৮২ ভোট। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মতিন শাহীন (নৌকা) ১ হাজার ৭শত ৯০ ভোট। স্বতন্ত্র প্রার্থী মোঃ ইসলাম উদ্দিন (আনারস) ৩শত ৮৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আলীম উদ্দিন (হাত পাখা) ১শত ৬৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন লিটন (অটোরিক্সা) ১শত ৪৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন (টেলিফোন) ৫৬ ভোট।
তবে, সংরক্ষিত নারী মেম্বার ও সাধারণ মেম্বার প্রার্থীদের মধ্যে জয়-পরাজয়ের তথ্য পাওয়া যায়নি।

Back to top button