বড়লেখায় এক বছরেও হয়নি স্বেচ্ছাসেবক লীগের পূর্নাঙ্গ কমিটি

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনের প্রায় এক বছর হলেও এখনও পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি৷ যার ফলে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। কমিটি না হওয়ায় পদপ্রত্যাশীরা নিষ্ক্রিয় হওয়ার পাশাপাশি অনেকেই হতাশা প্রকাশ করেছেন। যত দ্রুত সম্ভব স্বেচ্ছাসেবক লীগের পূর্নাঙ্গ কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা৷
দলীয় সুত্রে জানা গেছে, গত বছরের ৫ মার্চ সম্মেলনের মাধ্যমে বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়৷ এতে এডভোকেট জিল্লুর রহমানকে সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা ফরহাদ আহমদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করেন পরিবেশ মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। কমিটি ঘোষনার পর যত দ্রুত সম্ভব পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশনার প্রায় এক বছরেও পূর্নাঙ্গ কমিটি গঠন করতে পারেনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ৷
নাম প্রকাশ না করার শর্তে স্বেচ্ছাসেবক লীগের একাধিক নেতা কর্মী জানান, ‘ কয়েক মাস আগে পদপ্রত্যাশী নেতাকর্মীদের কাছ থেকে সিভি গ্রহণ করা হয়েছে। কিন্তু সিভি গ্রহণের পরও পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হচ্ছে না৷ অতিতে ইউপি নির্বাচনকে কারণ হিসাবে দেখিয়ে নির্বাচনের পর পর কমিটি করা হবে বলে জানালেও নির্বাচনের দুই মাস পার হয়ে গেছে। এখনো কমিটি করার উদ্যোগ নেই। এতে সাধারণ নেতাকর্মীরা হতাশ হচ্ছেন। প্রথমদিকে অনেকেই কমিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও তাদের এখন নিষ্ক্রিয় থাকতে দেখা যাচ্ছে। এতে করে নেতাকর্মীদের মনোবল কমছে।
এ বিষয়ে বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট জিল্লুর রহমান বলেন, ‘ পূর্নাঙ্গ কমিটির তালিকা চুড়ান্ত৷ এখন ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। শীঘ্রই পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।