গোলাপগঞ্জ
গোলাপগঞ্জে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক- গোলাপগঞ্জে পৌর এলাকার রনকেলী নুরুপাড়া গ্রাম থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করা করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালঅজ্ঞাত শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা যুক্তরাজ্য প্রবাসী তাজ উদ্দিনের বাড়ির আঙিনায় শিশুটির মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।তবে শিশুটির নাম-পরিচয় কিছুই জানা যায়। কে বা কারা মরদেহটি ফেলে রেখে গেছে সে বিষয়ে জানা যায়নি।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম বলেন, স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। শিশুটির মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।