বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে হাসপাতালের আরও ৪ কর্মকর্তা করোনা আক্রান্ত, মোট ১৯!

টাইমস প্রতিবেদকঃ বিয়ানীবাজারে করোনার ভয়াবহতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। বিয়ানীবাজারের উপজেলা স্বাথ্য কমপ্লেক্সের ইতিমধ্যে চিকিৎসকসহ ১৯ জন কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

গতকাল শনিবার পর্যন্ত যেখানে হাসপাতালের কর্মকর্তাদের আক্রান্তের সংখ্যা ছিল ১৫ জনে একদিন পেরুতেই সেটা ২০ এর কৌটায় পৌছাতে আর মাত্র এক জন বাকি। করোনার এমন ভয়াবহতায় এখন ভয় ধরিয়েছে সচেতন মহলে। চিকিৎসক এবং সেবিকারা এমন ভাবে আক্রান্ত হতে থাকলে চিকিৎসা সেবা দেওয়াটা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন চিকিৎসকরা।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান ইতিমধ্যে হাসতাপালের ১৯ জন আক্রান্ত। এভাবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে রোগীদের চিকিৎসাসেবা দেওয়াটা কঠিন হয়ে পড়বে।

তিনি আরও বলেন এই কঠিন পরিস্থিতি থেকে বাচতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোনভাবেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করা যাবে না। কেউ প্রাথমিক ভাবে জ্বরে আক্রান্ত হলে প্রথমে তাকে আইসোলেশনে যেতে হবে এবং অবশ্যই তাকে করোনা পরিক্ষা করাতে হবে। অতি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বেড় না হতে অনুরুধ জানান তিনি।

Back to top button