বিয়ানীবাজারে কুশিয়ারায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার, নদীপারে ক্ষুদ্ধ মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে ড্রেজার শ্রমিকের আঘাতে কুশিয়ারায় পড়ে নিখোঁজ আব্দুল হাসিবের লাশ ভেসে উঠেছে হালঘাট্রা এলাকায়।
শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় নদীতে তার নিথর দেহ ভেসে উঠে। তার লাশ দেখতে কুশিয়ারা পারে বিপুল মানুষ ভিড় করছেন।
এ ঘটনায় সেখানে থাকা মানুষ ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন। আব্দুল হাসিব কাল রাত থেকে ড্রেজার শ্রমিকদের হামলায় নদীতে পড়ে নিখোঁজ ছিলেন।
লাশ উদ্ধারের ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।
নিখোঁজ হওয়া আব্দুল হাসিবের সাথে থাকা প্রত্যক্ষদর্শী জানান, প্রতিদিনের মত আমরা মাছ ধরতে এখানে আসি অনুমানিক রাত আটটার সময় আমরা জাল ফেলতে শুরু করি তখন ড্রেজার মেশিন চালু করে আমাদের দিকে আসতে দেখে আমাদের হাতে থাকা লাইট দিয়ে চিৎকার করে বলি ভাই আপনাদের ড্রেজার মেশিন আমাদের নৌকা ডুবিয়ে ফেলবে আমরা তারাতারি করে অন্যপ্রান্তে যাওয়ার চেষ্টা করি তখন ড্রেজারের শ্রমিক আমাদের গালিগালাজ করে একপর্যায়ে ইট পাটকেল আমাদের ছোট নৌকা কে লক্ষ্য করে ছুড়তে শুরু করে তখন অন্ধকার আমি এক পাশে আব্দুল হাসিব অন্যপাশে হঠাৎ করে একটা চিৎকার দিয়ে সে পানিতে পড়ে যায় তখন আর কোন সাড়া শব্দ পাইনি আমার জীবন রক্ষার্থে অনেক চেষ্টায় আমি একটি তীরে এসে চিৎকার করে সহযোগিতার জন্য বলি তখন আশপাশ থেকে মানুষ জড়ো হয় এরপর আমি তার বাবাকে বিষয়টি জানাই এবং তিনি কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন
বিস্তারিত আসছে…