বিয়ানীবাজার মাথিউরা ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন, সভাপতি কছির আলী সম্পাদক

বিয়ানীবাজারঃ সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ৭নং মাথিউরা ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মাথিউরা স্থানীয় ঈদগাহ বাজার এলাকায় উক্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী কছির আলীর সভাপতিত্বে ও সদস্য মুজিবুল ইসলাম তাজুলের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম। কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মোঃ কছির আলী আব্দুর রবকে সভাপতি, মুজিবুল ইসলাম তাজুলকে সাধারণ সম্পাদক, আজিজুর রহমান মানিয়াকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ জাকারিয়াকে যুগ্ম সম্পাদক ও মো: মোরাদ আহমদকে সাংগঠনিক সম্পাদক করে মাথিউরা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।
কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সবুর, অহিদ আহমদ তালুকদার, এডভোকেট আহমদ রেজা, আক্তার খান জাহেদ, সৈয়দ মোয়াজ্জিম হোসেন, লিয়াকত আলী ও জামিল আহমদ প্রমূখ।
ছাত্রদল নেতা আবু ফাহিম ইমনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত কাউন্সিলে মাথিউরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ, জাসাস নেতা শাফি আহমদ ও আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম বলেন, কাউন্সিলের মাধ্যমে তৃনমূল বিএনপির নেতৃত্ব নির্বাচিত হওয়ায় সর্বত্র প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এর মাধ্যমে তৃনমূল বিএনপি শক্তিশালী হচ্ছে। ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ পরিহার করে দলের কার্যক্রম শক্তিশালী ও সুসংগহত করতে শহীদ জিয়ার সৈনিকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।