বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে চোখ রাঙ্গাচ্ছে করোনা, শনাক্তের হার ৫০ শতাংশ
নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে চোখ রাঙ্গাচ্ছে করোনা। নতুন করে আরও ১৬জন আক্রান্তের খবর জানিয়েছে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স। ৩২ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের ফলাফল পজিটিভ আসে, সে হিসাবে করোনা শনাক্তের হার ৫০ শতাংশ, যা খুবই উদ্বেগজনক।
বুধবার রাতে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসিয়াল পেইজে এই তথ্য জানানো হয়। এনিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫৯৫ জন।
নতুন করে করোনা সংক্রমন বাড়ায় বিয়ানীবাজারে আতংক ছড়িয়ে পড়ার বদলে সব চলছে স্বাভাবিক, মাস্ক ব্যবহারে মানুষের অনীহা চোখে পড়ার মতো। স্বাস্থ্যবিধি না মেনেই চলছে সবকিছু। এমনভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে আগামি কয়েকদিন বিয়ানীবাজার উপজেলায় আক্রান্তের সংখ্যা আশংকাজনক হবে বলে মনে করেন স্বাস্থ্যবিধরা।